ছায়া মানবী
তোমার আমার স্মৃতিগুলো,
সিগারেট পুড়া ছাইয়ের ধূলোয়-
চুষে খায়,
ধোঁয়া হয়ে উড়ে যায়;
কোন অজানায়।
তবুও আমার স্বপ্নে,
অতি যতনে-
তুমি আছো মিশে,
আমাকে ঘেঁষে;
ছায়া মানবী হয়ে।
যার নোখের ডগার আচঁর,
আমার দেহের পাজর-
মরিচ জ্বলায় জ্বালায়,
তা সর্বক্ষণে স্মৃতিতে জানায়।
মস্তিষ্কের স্নেহময় সংকেতের আহবান,
হৃদযন্ত্রের কান-
আর আবেগী হয়ে শুনে না বলে,
শরীরের আবেগী যন্ত্রনার ছলে-
কোন এক নষ্ট কার্যে,
তোমারো সহচার্যে;
বিছানার চাদরে ভাঁজ পরে না।
তারপরেও তুমি আছো,
আমার স্বপ্নে,
অতিশয় যতনে;
ছায়া মানবী হয়ে,
আমার হৃদয়ের গায়ে।
সিগারেট পুড়া ছাইয়ের ধূলোয়-
চুষে খায়,
ধোঁয়া হয়ে উড়ে যায়;
কোন অজানায়।
তবুও আমার স্বপ্নে,
অতি যতনে-
তুমি আছো মিশে,
আমাকে ঘেঁষে;
ছায়া মানবী হয়ে।
যার নোখের ডগার আচঁর,
আমার দেহের পাজর-
মরিচ জ্বলায় জ্বালায়,
তা সর্বক্ষণে স্মৃতিতে জানায়।
মস্তিষ্কের স্নেহময় সংকেতের আহবান,
হৃদযন্ত্রের কান-
আর আবেগী হয়ে শুনে না বলে,
শরীরের আবেগী যন্ত্রনার ছলে-
কোন এক নষ্ট কার্যে,
তোমারো সহচার্যে;
বিছানার চাদরে ভাঁজ পরে না।
তারপরেও তুমি আছো,
আমার স্বপ্নে,
অতিশয় যতনে;
ছায়া মানবী হয়ে,
আমার হৃদয়ের গায়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোপেশ দে ০৩/০৭/২০১৬সুন্দর হয়েছে
-
মোনালিসা ০২/০৭/২০১৬সুন্দর
-
আরিফ মুহাম্মদ ০২/০৭/২০১৬ভাবনার প্রকাশ।ভালো
-
মোঃ নাজমুল হাসান ০১/০৭/২০১৬চমৎকার।
-
নাবিক ০১/০৭/২০১৬ভালো লাগলো
-
দ্বীপ সরকার ০১/০৭/২০১৬অনেক ভাবার্থ আছে।
-
মনীষ তালধী ০১/০৭/২০১৬শুদ্ধ বানান লিখলে কবিবন্ধুদের পড়তে সুবিধে হয়।ওটা একটু খেয়াল রাখবেন।রাখবেন।ভালো লাগল
-
দেবব্রত সান্যাল ০৬/০৬/২০১৬বানান ভুলগুলো শুদ্ধ করবেন ?