www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছায়া মানবী

তোমার আমার স্মৃতিগুলো,
সিগারেট পুড়া ছাইয়ের ধূলোয়-
চুষে খায়,
ধোঁয়া হয়ে উড়ে যায়;
কোন অজানায়।
তবুও আমার স্বপ্নে,
অতি যতনে-
তুমি আছো মিশে,
আমাকে ঘেঁষে;
ছায়া মানবী হয়ে।
যার নোখের ডগার আচঁর,
আমার দেহের পাজর-
মরিচ জ্বলায় জ্বালায়,
তা সর্বক্ষণে স্মৃতিতে জানায়।
মস্তিষ্কের স্নেহময় সংকেতের আহবান,
হৃদযন্ত্রের কান-
আর আবেগী হয়ে শুনে না বলে,
শরীরের আবেগী যন্ত্রনার ছলে-
কোন এক নষ্ট কার্যে,
তোমারো সহচার্যে;
বিছানার চাদরে ভাঁজ পরে না।
তারপরেও তুমি আছো,
আমার স্বপ্নে,
অতিশয় যতনে;
ছায়া মানবী হয়ে,
আমার হৃদয়ের গায়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast