তোমার আগমনের অপেক্ষা
ঠিকতো ছিলো সব,
চলছে চলোক-
তবে বিদায় কেনো এসে যায়?
তোমার এক একটি বিদায়-
অনেক অনেক দিন অপেক্ষা করায়;
তোমার আরো একটি নতুন আগমনের জন্যে…
অপেক্ষার সময় অনেক ধীরে চলে তা অনুভব হয় কেনো?
তা হয়তো কারো জানা নেই!
তবে আমাকে অপেক্ষা করে করে পার করতেই হবে-
অন্তত আরো একটি করে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এবং গ্রীষ্মকে;
কারন- তুমিতো এসো বর্ষায়। ।
বৃষ্টির স্বচ্চ জলে ধুয়া কঁদমের মতো-
তোমার আগমন! !
আর তোমার বিদায়-
বর্ষা শেষ হয়ে যাওয়া;
কঁদমের পাঁপড়ি ঝরে পরার মাঝেই! !
চলছে চলোক-
তবে বিদায় কেনো এসে যায়?
তোমার এক একটি বিদায়-
অনেক অনেক দিন অপেক্ষা করায়;
তোমার আরো একটি নতুন আগমনের জন্যে…
অপেক্ষার সময় অনেক ধীরে চলে তা অনুভব হয় কেনো?
তা হয়তো কারো জানা নেই!
তবে আমাকে অপেক্ষা করে করে পার করতেই হবে-
অন্তত আরো একটি করে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এবং গ্রীষ্মকে;
কারন- তুমিতো এসো বর্ষায়। ।
বৃষ্টির স্বচ্চ জলে ধুয়া কঁদমের মতো-
তোমার আগমন! !
আর তোমার বিদায়-
বর্ষা শেষ হয়ে যাওয়া;
কঁদমের পাঁপড়ি ঝরে পরার মাঝেই! !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনীষ তালধী ২৯/০৬/২০১৬বানান কিছু ভুল রয়েছে,লেখা টা ভালো করে দেখে একটু পোস্ট করবেন যাতে কবি বন্ধুদের পড়তে সুবিধা হয়।
-
অঙ্কুর মজুমদার ২৯/০৬/২০১৬nice
-
সন্দীপ মন্ডল ২৯/০৬/২০১৬Bes akta vabna valo chalia jan
-
আরিফ মুহাম্মদ ২৯/০৬/২০১৬কবি ভাল
-
দেবব্রত সান্যাল ০৬/০৬/২০১৬অনেক বানান ভুল রয়েছে। শুদ্ধ করে নিন। অর্থ পাল্টে যায়।