www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আগমনের অপেক্ষা

ঠিকতো ছিলো সব,
চলছে চলোক-
তবে বিদায় কেনো এসে যায়?
তোমার এক একটি বিদায়-
অনেক অনেক দিন অপেক্ষা করায়;
তোমার আরো একটি নতুন আগমনের জন্যে…
অপেক্ষার সময় অনেক ধীরে চলে তা অনুভব হয় কেনো?
তা হয়তো কারো জানা নেই!
তবে আমাকে অপেক্ষা করে করে পার করতেই হবে-
অন্তত আরো একটি করে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এবং গ্রীষ্মকে;
কারন- তুমিতো এসো বর্ষায়। ।
বৃষ্টির স্বচ্চ জলে ধুয়া কঁদমের মতো-
তোমার আগমন! !
আর তোমার বিদায়-
বর্ষা শেষ হয়ে যাওয়া;
কঁদমের পাঁপড়ি ঝরে পরার মাঝেই! !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast