ইচ্ছে হলেই এসো আরো একটি বার
ইচ্ছে হলেই এসো আরো একটি বার,
তোমাকে নিয়ে একটি সোনালী বিকেল কাটাবো!
আকাশ পানে ভাসবে সোনালী মেঘ,
দেখবো না হয় হাতে হাত ধরে;
যদি তুমি কিছু না মনে করো!
বসে থাকবো কোন একটি নদীর ঘাটে,
তোমার শুকনো উলঙ্গ পা গুলো-
নেড়ে নেড়ে নদীর জলে ভেজাবে।
দখিনা মৃদু বাতাসে উঁড়বে তোমার চুলগুলো,
আর আমি তোমার চোখের উপর থেকে উড়ন্ত চুলগুলো সরিয়ে দিবো;
চোখে চোখে চেয়ে রব অবাক দৃষ্টিতে..…।
এই যেন অন্যরকম মায়ায়.…
কিছুক্ষণের মধ্যেই সূর্যটা ডুবে যাবে,
উদয়ের রঙে রাঙা হয়ে;
রাঙা আলোয় তোমার প্রচ্ছদ সাদৃশ্য মুখচ্ছবি-
আমি আমার মনে প্রতিকৃতি করে রাখবো…
ডুবে গেলো সূর্যটা..…
তোমার আমার সোনালী বিকেলটি আবছা আঁধারে ডেকেও গেলো;
তোমাকেও যেতে হবে…
আর আমি-
একটা দীর্ঘশ্বাস ফেলে অপেক্ষায় থাকবো,
আরো একটি সোনালী বিকেলের;-
ইচ্ছে হলেই এসো আরো একটি বার।
তোমাকে নিয়ে একটি সোনালী বিকেল কাটাবো!
আকাশ পানে ভাসবে সোনালী মেঘ,
দেখবো না হয় হাতে হাত ধরে;
যদি তুমি কিছু না মনে করো!
বসে থাকবো কোন একটি নদীর ঘাটে,
তোমার শুকনো উলঙ্গ পা গুলো-
নেড়ে নেড়ে নদীর জলে ভেজাবে।
দখিনা মৃদু বাতাসে উঁড়বে তোমার চুলগুলো,
আর আমি তোমার চোখের উপর থেকে উড়ন্ত চুলগুলো সরিয়ে দিবো;
চোখে চোখে চেয়ে রব অবাক দৃষ্টিতে..…।
এই যেন অন্যরকম মায়ায়.…
কিছুক্ষণের মধ্যেই সূর্যটা ডুবে যাবে,
উদয়ের রঙে রাঙা হয়ে;
রাঙা আলোয় তোমার প্রচ্ছদ সাদৃশ্য মুখচ্ছবি-
আমি আমার মনে প্রতিকৃতি করে রাখবো…
ডুবে গেলো সূর্যটা..…
তোমার আমার সোনালী বিকেলটি আবছা আঁধারে ডেকেও গেলো;
তোমাকেও যেতে হবে…
আর আমি-
একটা দীর্ঘশ্বাস ফেলে অপেক্ষায় থাকবো,
আরো একটি সোনালী বিকেলের;-
ইচ্ছে হলেই এসো আরো একটি বার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।