কর্ম যোগের মর্ম
অদৃষ্টের অদৃশ্যতায় অতলস্পর্শ সাধ,
সাধ ও সাধ্যের মিল অমিলে
রচিত হয় বিশ্বাসের অবিচ্ছেদ্য বাধ।
আমি কামনায় ধাবিত হই করুন আর্তনাদ,
জীবন ও মৃত্যুর মাঝেই রচে যাই
পাওয়া না পাওয়ার স্বাদ।
কর্ম যোগের মর্ম রোদন জনম ক্ষয়ের রাত,
ভালো ও মন্দের হিসেব বরাবরে
করুন ভীত বিহবল প্রাতঃ।
স্বজন স্বজনী স্বজাতীয় চোখের লোনাজল,
ক্ষত বিক্ষত নাহয় প্রভু মোর দেহ
এই প্রার্থনাতেই চক্ষু সকল।
কর্নে বাজে কর্মের সাওয়াল হিসেবটা ঠিক বরাবর,
মুনকার নাকির খাইর কিংবা বদে
আমি কার উপযুক্ত চাহি কার বরাবর?
স্বাদ কিংবা সাধ্যের ইচ্ছা অনিচ্ছার আজ,
হিসাব কিতাব যাচাই বাছাইয়ের
এই বুঝি বাজল দামামা বাজ।
সাধ ও সাধ্যের মিল অমিলে
রচিত হয় বিশ্বাসের অবিচ্ছেদ্য বাধ।
আমি কামনায় ধাবিত হই করুন আর্তনাদ,
জীবন ও মৃত্যুর মাঝেই রচে যাই
পাওয়া না পাওয়ার স্বাদ।
কর্ম যোগের মর্ম রোদন জনম ক্ষয়ের রাত,
ভালো ও মন্দের হিসেব বরাবরে
করুন ভীত বিহবল প্রাতঃ।
স্বজন স্বজনী স্বজাতীয় চোখের লোনাজল,
ক্ষত বিক্ষত নাহয় প্রভু মোর দেহ
এই প্রার্থনাতেই চক্ষু সকল।
কর্নে বাজে কর্মের সাওয়াল হিসেবটা ঠিক বরাবর,
মুনকার নাকির খাইর কিংবা বদে
আমি কার উপযুক্ত চাহি কার বরাবর?
স্বাদ কিংবা সাধ্যের ইচ্ছা অনিচ্ছার আজ,
হিসাব কিতাব যাচাই বাছাইয়ের
এই বুঝি বাজল দামামা বাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ০১/০৭/২০১৭Mota muti
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫ভেরি না্ইস লিখনী
-
অ ২১/০৩/২০১৫সুন্দর ।
-
রইস উদ্দিন খান আকাশ ২১/০৩/২০১৫ভালো লাগলো