পরিবর্তিত পরিবর্তন
নাতিদীর্ঘ স্বপ্নের প্রলাপবাক্য শেষে বুনো উদ্যান, উদ্ধত পর্বত শৃঙ্গের আহবান,
পাথরের বুকে জেগে ওঠা সবুজাভার চিহ্নধারী নতুনত্ব দেখায়।
সব প্রতিবেশীর প্রবলাবেগ আষ্টেপৃষ্ঠে থাকার বাসনাটুকু মাড়াতে হয় তাকে,
তাড়াতে হয় তান্ডব ভয়,বৈরিতা, শুস্কতা,রুক্ষতা।
সৃষ্টিশীল শিল্পীর রংয়ে বাঁচতে শেখায় সবাই,এঁকে দেয় পরিবর্তিত পথ,
হিম কূয়াশায় আগলে থাকা পথেই সৃষ্টি হয় মোহনীয় সৌন্দর্য্যের আরেকটি রথ ঝরনা।
বাতাসের তৈরি সেতুবন্ধন হয় শুন্যতা আর শুন্যের পিলারে,
মাতাল মন প্রনয়োদীপ্ত হয় অকালপক্বতায় কাল কিংবা অকালে।
শুধু পরিবর্তনের চিহ্নই চারিদিকে, প্রকৃতিময় শুধু পরিবর্তন।
শুধু বিকৃতিগ্রস্ত সমাজ, রাষ্ট্র আর নাগরিকত্বে দেখি ধ্বংস যজ্ঞীয় দাবানল,
দেখি বিকৃতকণ্ঠ, জীবন অবলুণ্ঠিত, লুণ্ঠিত মানবতার বিকৃত পরিবর্তন।
পাথরে আজ সবুজাভা, কাল হয়তো চির বিস্ময়ে ফুটবেও ফুল,
শুধু বিবেক,চরিত্রের মনুষ্যত্ব পাথরেই ক্রমাবনতি, ভুল শুধু ভুল।
পাথরের বুকে জেগে ওঠা সবুজাভার চিহ্নধারী নতুনত্ব দেখায়।
সব প্রতিবেশীর প্রবলাবেগ আষ্টেপৃষ্ঠে থাকার বাসনাটুকু মাড়াতে হয় তাকে,
তাড়াতে হয় তান্ডব ভয়,বৈরিতা, শুস্কতা,রুক্ষতা।
সৃষ্টিশীল শিল্পীর রংয়ে বাঁচতে শেখায় সবাই,এঁকে দেয় পরিবর্তিত পথ,
হিম কূয়াশায় আগলে থাকা পথেই সৃষ্টি হয় মোহনীয় সৌন্দর্য্যের আরেকটি রথ ঝরনা।
বাতাসের তৈরি সেতুবন্ধন হয় শুন্যতা আর শুন্যের পিলারে,
মাতাল মন প্রনয়োদীপ্ত হয় অকালপক্বতায় কাল কিংবা অকালে।
শুধু পরিবর্তনের চিহ্নই চারিদিকে, প্রকৃতিময় শুধু পরিবর্তন।
শুধু বিকৃতিগ্রস্ত সমাজ, রাষ্ট্র আর নাগরিকত্বে দেখি ধ্বংস যজ্ঞীয় দাবানল,
দেখি বিকৃতকণ্ঠ, জীবন অবলুণ্ঠিত, লুণ্ঠিত মানবতার বিকৃত পরিবর্তন।
পাথরে আজ সবুজাভা, কাল হয়তো চির বিস্ময়ে ফুটবেও ফুল,
শুধু বিবেক,চরিত্রের মনুষ্যত্ব পাথরেই ক্রমাবনতি, ভুল শুধু ভুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪ক্রমে সবই পরিবর্তিত হয়ে যায়... পুরনো যা পরিবর্তিত হয়ে বর্তমানে এসেছে তাই আবার পরিবর্তন হয়ে চলে যাবে ভবিষ্যতে... কিন্তু ভুল কি সবই... শুদ্ধতাও তো কিছুটা আছে...
-
অনিরুদ্ধ বুলবুল ১২/১১/২০১৪কবিতায় একটা মাত্র ভাব প্রকাশ করতে গিয়ে কবি বহু রূপক উপমা ইত্যাদি ছন্দক্রমে ব্যবহার করতেই পারেন। সেখানে কবির স্বাধীনতা অবাধ।
বারবার পড়লাম কিন্তু বোধগুলো এক করে কোন উপসংহারে আসতে পারছিনা এটা কি আমার সীমাবদ্ধতা, যতিচিহ্নের অপব্যবহার নাকি অযাচিত কঠিন বাক্য প্রয়োগে ভাব দানা বাঁধছে না? কিছু ধরতে পারছি না।
পাঠক হিসাবে আমরা অনেক কিছুই ভাবতে পারি, আসল বিষয়টা একমাত্র তার স্রস্টাই বলতে পারবেন।
ধন্যবাদ। -
ডঃ নাসিদুল ইসলাম ১২/১১/২০১৪KHUB KHUB VALO LAGLO BISAYTA DARUN