ছায়াহীন
আধারের অবয়বে ছায়াহীন আমি খুঁজি পথ প্রান্তের শেষ চিহ্ন,
ছায়াকর নেশা টলমটল প্রেতাত্মা খুঁজে পায়, আমি নই তার ছায়া, সেটা ভিন্ন।
খুঁজে একবার আমি তন্দ্রায় ঢলঢল সেই ছায়াহীন ঘন পথে,
শুধু একবার, শুধু একবারই হেরে যাই সেই ছায়াহীনতার স্বর্গীয় সুখ তটে।
আর জেগে ওঠা হয়না......
কে?
আমি যমদূত, কালো আর অন্ধকার সহযোগে ই আমি একাকার,
আমিতো আমাকেই দেখি বিকট কালো সেই অবয়বে ছিঃ ছিঃ বলেই ধিক্কার।
না...
তুমি তোমাকেই দেখনাই, দেখেছ অন্য কিছু কিম্ভুতকিমাকার,
আমিই সে, যে তোমার অবাধ্যতা, পাপ রাশ,আজো অবাধ্য আবার।
তবে স্রষ্টার নয়,নই আমারও শুধু তোমারই আত্নচিৎকার,
আমি অবাধ্যতা তোমার,তোমারই অবাধ্য, আজ তোমারই বলৎকার।
ছায়াকর নেশা টলমটল প্রেতাত্মা খুঁজে পায়, আমি নই তার ছায়া, সেটা ভিন্ন।
খুঁজে একবার আমি তন্দ্রায় ঢলঢল সেই ছায়াহীন ঘন পথে,
শুধু একবার, শুধু একবারই হেরে যাই সেই ছায়াহীনতার স্বর্গীয় সুখ তটে।
আর জেগে ওঠা হয়না......
কে?
আমি যমদূত, কালো আর অন্ধকার সহযোগে ই আমি একাকার,
আমিতো আমাকেই দেখি বিকট কালো সেই অবয়বে ছিঃ ছিঃ বলেই ধিক্কার।
না...
তুমি তোমাকেই দেখনাই, দেখেছ অন্য কিছু কিম্ভুতকিমাকার,
আমিই সে, যে তোমার অবাধ্যতা, পাপ রাশ,আজো অবাধ্য আবার।
তবে স্রষ্টার নয়,নই আমারও শুধু তোমারই আত্নচিৎকার,
আমি অবাধ্যতা তোমার,তোমারই অবাধ্য, আজ তোমারই বলৎকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ১৫/০৭/২০১৫khub valo hoyeche
-
প্রয়াস মাসুম ০২/১১/২০১৪কঠিন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪একটু শক্ত লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪কবিতার বলিষ্ঠ ভাষা একজাতীয় মুগ্ধতা জাগায়। বক্তব্যটা আর একটু খেোলামেলা হলে পাঠককূল সহজেই এর টেক্সটটা ধরতে পারতো, (সেটা আমার অজ্ঞতার দরুণও মনে হতে পরে) আমি টেক্সটটা ঠিক ধরতে পারি নি কবি। সাহায্য করলে বাধিত হবো। ধন্যবাদ।
-
শিমুল শুভ্র ৩১/১০/২০১৪আসরে সু স্বাগতম
কবিতা বেশ ভালো লাগল ।