www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছায়াহীন

আধারের অবয়বে ছায়াহীন আমি খুঁজি পথ প্রান্তের শেষ চিহ্ন,
ছায়াকর নেশা টলমটল প্রেতাত্মা খুঁজে পায়, আমি নই তার ছায়া, সেটা ভিন্ন।
খুঁজে একবার আমি তন্দ্রায় ঢলঢল সেই ছায়াহীন ঘন পথে,
শুধু একবার, শুধু একবারই হেরে যাই সেই ছায়াহীনতার স্বর্গীয় সুখ তটে।
আর জেগে ওঠা হয়না......
কে?
আমি যমদূত, কালো আর অন্ধকার সহযোগে ই আমি একাকার,
আমিতো আমাকেই দেখি বিকট কালো সেই অবয়বে ছিঃ ছিঃ বলেই ধিক্কার।
না...
তুমি তোমাকেই দেখনাই, দেখেছ অন্য কিছু কিম্ভুতকিমাকার,
আমিই সে, যে তোমার অবাধ্যতা, পাপ রাশ,আজো অবাধ্য আবার।
তবে স্রষ্টার নয়,নই আমারও শুধু তোমারই আত্নচিৎকার,
আমি অবাধ্যতা তোমার,তোমারই অবাধ্য, আজ তোমারই বলৎকার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • khub valo hoyeche
  • প্রয়াস মাসুম ০২/১১/২০১৪
    কঠিন
  • একটু শক্ত লাগলো।
  • অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪
    কবিতার বলিষ্ঠ ভাষা একজাতীয় মুগ্ধতা জাগায়। বক্তব্যটা আর একটু খেোলামেলা হলে পাঠককূল সহজেই এর টেক্সটটা ধরতে পারতো, (সেটা আমার অজ্ঞতার দরুণও মনে হতে পরে) আমি টেক্সটটা ঠিক ধরতে পারি নি কবি। সাহায্য করলে বাধিত হবো। ধন্যবাদ।
    • এম আর মিজান ০২/১১/২০১৪
      অনেক অনেক ধন্যবাদ বুলবুল ভাই।আসলে একটা মানুষ তার মৃত্যুর পূর্ব মুহুর্তের অনুভূতির প্রকাশ এটা।কোন লোক তার পাপ কিংবা পূণ্য মৃত্যুর আলামতে বুঝে থাকে। এটাই কবিতার মূল বিষয়।
  • শিমুল শুভ্র ৩১/১০/২০১৪
    আসরে সু স্বাগতম

    কবিতা বেশ ভালো লাগল ।
    • এম আর মিজান ৩১/১০/২০১৪
      অনেক ধন্যবাদ
 
Quantcast