আভাস দে মা
সেদিন কূয়াশা আকাশ হবে গিরিনদী পথ,
যেদিন তোমার পরশ মেখে দীপ্ত শপথ।
আবারো জল হব,বিল হব,বিজনের পথ,
যেদিন নতুন করে হাসবে আবার তুমি ভুলে মনোরথ।
মাগো তোর সম্ভ্রমে কালি লাগে, লেপটেছে টিপ,
আবার নতুন করে রক্তের দাগ গায়ে,নিভে জ্বলা দীপ।
আবার তুমি কাঁদো মাগো,নিদারুণ বিলাপ,
রক্তের হাত ছুঁয়ে কলংকের স্পর্শে কানেতে আলাপ।
মাগো তোমার পরশ জাগা নতুন এক টিপ দে,
কলংকের ছাপ নেই,দাগ নেই,দাগহীন পথ দে।
মা ভুলে গেছি স্বাধীনতা, সবি ধোয়া কূয়াশা,
নিরাশায় ডুবু ডুবু,একটু বাঁচার তরে আজকের আশা।
আবারো আবাল হব,গোয়ার হয়ে ছাড়বো এ বাস,
নতুন সকাল দিব,স্বাধীনতা চিনে নেব দিয়ে দে আভাস
যেদিন তোমার পরশ মেখে দীপ্ত শপথ।
আবারো জল হব,বিল হব,বিজনের পথ,
যেদিন নতুন করে হাসবে আবার তুমি ভুলে মনোরথ।
মাগো তোর সম্ভ্রমে কালি লাগে, লেপটেছে টিপ,
আবার নতুন করে রক্তের দাগ গায়ে,নিভে জ্বলা দীপ।
আবার তুমি কাঁদো মাগো,নিদারুণ বিলাপ,
রক্তের হাত ছুঁয়ে কলংকের স্পর্শে কানেতে আলাপ।
মাগো তোমার পরশ জাগা নতুন এক টিপ দে,
কলংকের ছাপ নেই,দাগ নেই,দাগহীন পথ দে।
মা ভুলে গেছি স্বাধীনতা, সবি ধোয়া কূয়াশা,
নিরাশায় ডুবু ডুবু,একটু বাঁচার তরে আজকের আশা।
আবারো আবাল হব,গোয়ার হয়ে ছাড়বো এ বাস,
নতুন সকাল দিব,স্বাধীনতা চিনে নেব দিয়ে দে আভাস
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪মা দিয়ে দে আভাস। বাহ চমৎকার লাগলো কবিতাটি।
-
এম আর মিজান ৩১/১০/২০১৪ধন্যবাদ।
-
সাইদুর রহমান (সাইদ) ৩১/১০/২০১৪অসাধারণ
-
একনিষ্ঠ অনুগত ৩১/১০/২০১৪ভালো লাগলো লেখা...
-
শিমুল শুভ্র ৩০/১০/২০১৪আসরে স্বাগতম
বেশ ভালো লাগলো ।