কবির পরিচয়
যারা কবিতা লিখে
তারা সদাই সত্য বলে,
যারা কবিতা লিখে
তারা মিথ্যাকে পায়ে দলে।
যারা কবিতা লিখে
তারা হৃদয়ের কাছে আসে,
যারা কবিতা লিখে
তারা মানুষকে ভালবাসে।
যার কবিতা লিখে,
অন্যের চোখে চোখ রেখে তারা সপ্ন দেখে,
যার কবিতা লিখে,
অন্যের হাসি কন্না গুলোকে ছন্দে আকে।
তাই প্রান খুলে বলি....
কবির যতো সপ্ন সব
অন্যকে নিয়ে গরা,
কবির মতো আপন বন্ধু
হতে পারে কেবা কারা?
পরিশেষে এই অনুরোধ করি
কবিকে দিওনা কষ্ট!
কবির কষ্ট ছন্দের মাঝে
ভেসে উঠে স্পষ্ট।
তারা সদাই সত্য বলে,
যারা কবিতা লিখে
তারা মিথ্যাকে পায়ে দলে।
যারা কবিতা লিখে
তারা হৃদয়ের কাছে আসে,
যারা কবিতা লিখে
তারা মানুষকে ভালবাসে।
যার কবিতা লিখে,
অন্যের চোখে চোখ রেখে তারা সপ্ন দেখে,
যার কবিতা লিখে,
অন্যের হাসি কন্না গুলোকে ছন্দে আকে।
তাই প্রান খুলে বলি....
কবির যতো সপ্ন সব
অন্যকে নিয়ে গরা,
কবির মতো আপন বন্ধু
হতে পারে কেবা কারা?
পরিশেষে এই অনুরোধ করি
কবিকে দিওনা কষ্ট!
কবির কষ্ট ছন্দের মাঝে
ভেসে উঠে স্পষ্ট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৫/০৭/২০১৭অসাধারন লিখনী...শুভেচ্ছা রইল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০৭/২০১৭কিছু বানান ভুল আছে। শুভেচ্ছা নেবেন।
-
আরিফুল ইসলাম ০৪/০৭/২০১৭অসাধারণ কবি!
-
সাঁঝের তারা ০৪/০৭/২০১৭ভাল - কষ্ট পেলে তবেই কবিতা হয় সুন্দর!