www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ চিঠি

তুমি চলে গেছো আজ বহু দিন।
চলেগেছো ঠিকি, কিন্তু রেখে গেছো....
অজস্র বেদনা ময় অন্তহীন কতগুলো স্মৃতি।

যে স্মৃতি গুলো আজ এই জীবনকে করে তুলেছে অতিষ্ট।
জীবনের সব শুখ গুলোকে কেরে নিয়ে আমায় ফেলেরেখেছে বিষন্যতার এক অসিম মরুভূমিতে।

যে মরুভূমির যতদূর অবধি চোখ যায়,
শুধুমরীচিকা আর মরীচিকা।

মরীচিকাময় এই মরুপ্রান্তরে আর বুঝি কোনদিন খুজে পাওয়া হবেনা কোনো নতুন সুখের ঠিকানা।

আজ এ শরীর বড় ক্লান্ত,
বড় পরিশ্রান্ত..!

যে খুটিতে ভর দিয়েই এই ক্লান্ত, পরিশ্রান্ত শরীর টাকে একটু সোজাভাবে দাড় করাবার চেষ্টাকরি..
সে খুটিটাই যেনো আজ ভেঙ্গেপরে।

বহুবার চেষ্টা করেছিলাম,তোমার স্মৃতি গুলো ভুলে একটা নতুন জীবন গরতে।
কিন্তু পারলাম না।
যতবারই ভুলবার চেষ্টা করেছি ততোবার আমার সামনে ভেসে এসেছে তোমার সেই মিষ্টি হাসি মাখা মুখটা।ততোবারি আমার কানে প্রতিধ্বনিতো হয়েছে তোমার সেই মোহোময় হাসির শব্দ।

এ বিষয় গুলো নিছকি তোমার কাছে তুচ্ছ হতে পারে....কিন্তু কারো তুচ্ছো জিনিসি আবার আনেকের কাছে মহামুল্যবান সম্পদ।
থাক...!!এসব বলে আর কি লাভ!....তুমি সুখে থেকো স্রষ্টার কছে সে প্রার্থনাই করি!

আর আমি......!!
আমি নাহয় তোমার সৃতি গুলো বুকে জড়িয়েই বাকি জীবনটা কষ্টে কাটিয়ে দিবো......!!

ইতি
----------------
তোমার...........
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরিফুল ইসলাম ০৪/০৭/২০১৭
    সুন্দর
  • অনেক বানান ভুল আছে।
  • ভালো লাগলো
  • দীননাথ মাইতি ০৪/০৭/২০১৭
    খুব ভালো অনোভূতির প্রকাশ
  • Tanju H ০৩/০৭/২০১৭
    অনেক সুন্দর।
  • সাঁঝের তারা ০৩/০৭/২০১৭
    খুব ভাল
    • মিজান নকীব ০৩/০৭/২০১৭
      কাঁচা হাত.....তাই হয়তোবা ঠিক ভালো লিখতে পারিনি। so দুয়া করবে, যাতে ভালো লেখক হতেপারি
      • সাঁঝের তারা ০৪/০৭/২০১৭
        শুভেচ্ছা কবি ...
 
Quantcast