মা আমার মা
রাগ করেছ মাগো তুমি ওরে অভিমানী!
তোমার আমার বাঁধন সে তো জনম জনম জানি।
কত কষ্ট করে মাগো আনলে আমায় কোলে!
হাজার দোষের দস্যিপনা গায়েই মেখে নিলে।
মাগো তোমার একটি ধ্বনি একটু মধুর সুর,
দীপ্ত করে সতত মোরে জালিয়ে শিখা নূর।
সেইযে তোমার ছোট্ট খোকা আজকে এত বড়!
তবু তোমার মিষ্টি বকায় দুষ্ট পরাণ কাড়।
সবার উপর আকাশ যেমন বিশাল বড় ছাদ!
তুচ্ছ করি পেলে আমি মাথায় তোমার হাত।
খাওয়া পরা নাইতে নামা তোমার শাসন ভারী!
দু চোখেতে আগলে রাখো সারা উঠোন বাড়ী।
এইতো মোদের শান্তির নীড়ে তোমার আঁচল পাতা!
এদিক ওদিক যেদিকে চাই তোমার নকশি গাঁথা।
এই বড়টা হয়েছি মা বুঝতে দাওনা তাও!
র'লাম আজো ছোট্টখোকা ঘুম পাড়ানি গাও।
হাজার রকম বন্ধু মেলে স্বজন কত হলো!
তোমার মত বন্ধু মাগো কোথায় পাব বলো?
বুকটা কাঁপে শঙ্কা চোখে যখন তুমি বলো!
না পেরেছি দিতে কিছুই যাবার সময় হলো।
না চাইতে যা দিলে মাগো কোন সে জনে দেয়!
রুধির ধারায় গড়লে আমায় এ দেহ প্রাণময়।
বিধির লেখা না যায় মুছা আমার প্রণাম নিও,
জনম জনম তোমার কোলেই ঠাঁই যে আমায় দিও।
তাং-৩১/০১/১৭
তোমার আমার বাঁধন সে তো জনম জনম জানি।
কত কষ্ট করে মাগো আনলে আমায় কোলে!
হাজার দোষের দস্যিপনা গায়েই মেখে নিলে।
মাগো তোমার একটি ধ্বনি একটু মধুর সুর,
দীপ্ত করে সতত মোরে জালিয়ে শিখা নূর।
সেইযে তোমার ছোট্ট খোকা আজকে এত বড়!
তবু তোমার মিষ্টি বকায় দুষ্ট পরাণ কাড়।
সবার উপর আকাশ যেমন বিশাল বড় ছাদ!
তুচ্ছ করি পেলে আমি মাথায় তোমার হাত।
খাওয়া পরা নাইতে নামা তোমার শাসন ভারী!
দু চোখেতে আগলে রাখো সারা উঠোন বাড়ী।
এইতো মোদের শান্তির নীড়ে তোমার আঁচল পাতা!
এদিক ওদিক যেদিকে চাই তোমার নকশি গাঁথা।
এই বড়টা হয়েছি মা বুঝতে দাওনা তাও!
র'লাম আজো ছোট্টখোকা ঘুম পাড়ানি গাও।
হাজার রকম বন্ধু মেলে স্বজন কত হলো!
তোমার মত বন্ধু মাগো কোথায় পাব বলো?
বুকটা কাঁপে শঙ্কা চোখে যখন তুমি বলো!
না পেরেছি দিতে কিছুই যাবার সময় হলো।
না চাইতে যা দিলে মাগো কোন সে জনে দেয়!
রুধির ধারায় গড়লে আমায় এ দেহ প্রাণময়।
বিধির লেখা না যায় মুছা আমার প্রণাম নিও,
জনম জনম তোমার কোলেই ঠাঁই যে আমায় দিও।
তাং-৩১/০১/১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ১৩/০৫/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৫/২০২০মার জন্য চমৎকার কবিতা।
-
আল আমিন হোসাইন রাব্বি ১৩/০৫/২০২০বাহ অসাধারন
-
ফয়জুল মহী ১২/০৫/২০২০পড়ে মন পুলকিত হল।