নিরুপমার হাতে বসন্তের আহবান
বসন্ত প্রায় শেষ হতে চলল
কিন্তু জানো নিরুপমা!
আমার বসন্ত আজো আসেনি
তুমি কি আমায়
একটু বসন্ত এনে দিতে পারো!
বাঙালী ঘরানার শাড়ি পরে
মাথায় লাল টিপ
সিঁতিতে সিদুর
পায়েতে নুপুর
আর হাতে শঙ্খবালা-
এই বসন্ত সাজে অনন্ত রাজে
তোমার পানে আমি চেয়ে রব
চুপি চুপি পুস্প গাজরা খানি
তব খোপাতে এটে দিতে
বড় সাধ জাগে মনে।
বলনা নিরুপমা,
তুমি কি কাল আমায়
বসন্ত উপহার দিবে!
ওই স্নিগ্ধতা ভরা চেহারা
মিষ্টতা ভরা হাসি
যখন ওই প্রকৃতি দেখবে
আমার খুব বিলাস হবে জানতে
কতটা লজ্জা তারা পাবে।
তোমার হাতে আমার হাত রেখে
খুজে নিব নাহয় কোকিলের ডাক
কোন রসাল বৃক্ষ তলে-
তুমি সুধাবে মহাশয় - আর কত!
বেলা যে বয়ে যায় - দিন হয় গত!
বলিব আমি নিদারুন তুমি
নিদারুন সময়ের গতি-
নিরুপমা বলি শোন
তুমি কি আমায় সেই
গতিময় সময়ের প্রহর গোনাতে পার!
পার কি সেই বসন্ত আনন্দে
আমাকে আন্দোলিত করতে!
কিন্তু জানো নিরুপমা!
আমার বসন্ত আজো আসেনি
তুমি কি আমায়
একটু বসন্ত এনে দিতে পারো!
বাঙালী ঘরানার শাড়ি পরে
মাথায় লাল টিপ
সিঁতিতে সিদুর
পায়েতে নুপুর
আর হাতে শঙ্খবালা-
এই বসন্ত সাজে অনন্ত রাজে
তোমার পানে আমি চেয়ে রব
চুপি চুপি পুস্প গাজরা খানি
তব খোপাতে এটে দিতে
বড় সাধ জাগে মনে।
বলনা নিরুপমা,
তুমি কি কাল আমায়
বসন্ত উপহার দিবে!
ওই স্নিগ্ধতা ভরা চেহারা
মিষ্টতা ভরা হাসি
যখন ওই প্রকৃতি দেখবে
আমার খুব বিলাস হবে জানতে
কতটা লজ্জা তারা পাবে।
তোমার হাতে আমার হাত রেখে
খুজে নিব নাহয় কোকিলের ডাক
কোন রসাল বৃক্ষ তলে-
তুমি সুধাবে মহাশয় - আর কত!
বেলা যে বয়ে যায় - দিন হয় গত!
বলিব আমি নিদারুন তুমি
নিদারুন সময়ের গতি-
নিরুপমা বলি শোন
তুমি কি আমায় সেই
গতিময় সময়ের প্রহর গোনাতে পার!
পার কি সেই বসন্ত আনন্দে
আমাকে আন্দোলিত করতে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/০৪/২০১৮খুব ভালো
-
কে. পাল ০৯/০৪/২০১৮Valo
-
সুশান্ত সরকার ০৯/০৪/২০১৮অবাক সুন্দর লিখেছেন কবিবর
-
মোঃ ফাহাদ আলী ০৮/০৪/২০১৮কবিতা পড়ে মুগ্ধ হলাম।