অভিমান
শুভ সকাল আর শুভ রাত্রি
দুটি কথাতেই পার হল দুটি দিন
কিঞ্ছিৎ ভ্রুক্ষেপও তাহাতে মানা
ফুটে উঠেছিল উদাসী তোমার ভাবখানা
দূর থেকে দূরে সহস্র মাইল পরে
যদি চাও তুমি আমি যাব চলে
না! একবারো তাকাবো না পেছন ফিরে
বিবাগী পাখিরা কখনো ফেরেনা নীড়ে
তোমার প্রতি এক অজানা আবেগ
একি শুধুই ভালোলাগা
নাকি অন্তরের ভালবাসার বেগ
যখনি তোমার পানে আমি ফিরি
যেন এক শিহরন মোরে রাখে ঘিরি
তোমার হাসিতে যবে ঠোটদ্বয় খেলে
আমার মনের আকাশে কে যেন ডানা মেলে
তুমি কি সেই আবেগ বুঝ না
নাকি বুঝেও না জেনে থেকে
আপনার অহমিকা প্রকাশান্তে
সম্যক দূরে ঠেলে
নিজেকে রূপকথা করে
আমাকে থামিয়ে দিয়ে
বয়ে যেতে চাও ওই সাগরপানে
যেতে যদি চাও,তবে যাও চলে যাও
শুধু জেনে যাও, আর মনে রেখে দাও
আসিবে না কেউ, বাসিবে না ভাল
এত আপন করে, হৃদয় গভীর তরে
এতটুকু জেনো- কোন এক প্রান্তে
একাকী সময়ের ক্রান্তে
ভাবিছে কেহ তোমায়, হয়ত মনের ভ্রান্তে
আজো বলি সখী
অকারন চিন্তা হেরি
বাধি চল ঘর
তোমাতে আমাতে সুখেতে
রহিনু জীবনভর
দুটি কথাতেই পার হল দুটি দিন
কিঞ্ছিৎ ভ্রুক্ষেপও তাহাতে মানা
ফুটে উঠেছিল উদাসী তোমার ভাবখানা
দূর থেকে দূরে সহস্র মাইল পরে
যদি চাও তুমি আমি যাব চলে
না! একবারো তাকাবো না পেছন ফিরে
বিবাগী পাখিরা কখনো ফেরেনা নীড়ে
তোমার প্রতি এক অজানা আবেগ
একি শুধুই ভালোলাগা
নাকি অন্তরের ভালবাসার বেগ
যখনি তোমার পানে আমি ফিরি
যেন এক শিহরন মোরে রাখে ঘিরি
তোমার হাসিতে যবে ঠোটদ্বয় খেলে
আমার মনের আকাশে কে যেন ডানা মেলে
তুমি কি সেই আবেগ বুঝ না
নাকি বুঝেও না জেনে থেকে
আপনার অহমিকা প্রকাশান্তে
সম্যক দূরে ঠেলে
নিজেকে রূপকথা করে
আমাকে থামিয়ে দিয়ে
বয়ে যেতে চাও ওই সাগরপানে
যেতে যদি চাও,তবে যাও চলে যাও
শুধু জেনে যাও, আর মনে রেখে দাও
আসিবে না কেউ, বাসিবে না ভাল
এত আপন করে, হৃদয় গভীর তরে
এতটুকু জেনো- কোন এক প্রান্তে
একাকী সময়ের ক্রান্তে
ভাবিছে কেহ তোমায়, হয়ত মনের ভ্রান্তে
আজো বলি সখী
অকারন চিন্তা হেরি
বাধি চল ঘর
তোমাতে আমাতে সুখেতে
রহিনু জীবনভর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৩/১১/২০১৭সুন্দর ভাবনা
-
কে. পাল ২২/১১/২০১৭ভাল লাগা
-
সাইয়িদ রফিকুল হক ২২/১১/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/১১/২০১৭বেশ!
-
সুজয় সরকার ২২/১১/২০১৭বাঃ বেশ
-
সোলাইমান ২২/১১/২০১৭বেশ প্রয়োজনীয় তথ্য কাব্যে। মুগধ হলাম কাব্যসুধায়।
ভাল থাকুন প্রিয় কবি।