ফিরে এস
নিস্তব্ধ আজি এই রাত
আকাশে উজ্জ্বল চাঁদ
কিন্তু তুমি নেই পাশে
নেই আমাতে তোমার হাত
নীরব তিমিরে ঝিঝি পোকার গুঞ্জনে
হেমন্ত বাতাসে ফুলের সৌরভে
প্রতিটি ছোয়াতে কেন যে তোমাকে
হিয়া অবিচল ফিরিয়া পেতে
গগন তারা আজি চমকিত হারা
বলিতে গিয়ে ফেরে সাদা মেঘেরা
সুনিপুন জাল বুনে চলে কীট
আমি শুধু ভাবি প্রিয়া-তুমি কতটা নিরেট
দূর থেকে দূরে
কে যেন ডাকিছে মোরে
আজি মিলাইতে স্বাদ জাগে
ওই সাত আসমানের তরে
তুমিহীন পৃথিবী যেন
পানিহীন মরুভূমি সম
বালিয়ারি ধু ধু প্রান্তর
তপ্ত অভিশপ্ত খোন্দর
নবপল্লবে সাজিয়া প্রিয়া
নবদিগন্তে সূচনা করিয়া
বসন্ত রঙীন পুষ্প লইয়া
এস হে নন্দিনি জীবন রাঙাইয়া
আকাশে উজ্জ্বল চাঁদ
কিন্তু তুমি নেই পাশে
নেই আমাতে তোমার হাত
নীরব তিমিরে ঝিঝি পোকার গুঞ্জনে
হেমন্ত বাতাসে ফুলের সৌরভে
প্রতিটি ছোয়াতে কেন যে তোমাকে
হিয়া অবিচল ফিরিয়া পেতে
গগন তারা আজি চমকিত হারা
বলিতে গিয়ে ফেরে সাদা মেঘেরা
সুনিপুন জাল বুনে চলে কীট
আমি শুধু ভাবি প্রিয়া-তুমি কতটা নিরেট
দূর থেকে দূরে
কে যেন ডাকিছে মোরে
আজি মিলাইতে স্বাদ জাগে
ওই সাত আসমানের তরে
তুমিহীন পৃথিবী যেন
পানিহীন মরুভূমি সম
বালিয়ারি ধু ধু প্রান্তর
তপ্ত অভিশপ্ত খোন্দর
নবপল্লবে সাজিয়া প্রিয়া
নবদিগন্তে সূচনা করিয়া
বসন্ত রঙীন পুষ্প লইয়া
এস হে নন্দিনি জীবন রাঙাইয়া
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/১১/২০১৭কি সুন্দর লেখা!
-
সাঁঝের তারা ১৫/১১/২০১৭বসন্ত প্রায় এসে গেল ...
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১১/২০১৭ভালো।
-
শান্ত চৌধুরী ১৫/১১/২০১৭চমৎকার কবিতা
-
সোলাইমান ১৫/১১/২০১৭অসাধারণ কবিতা পাঠ করে মুগ্ধ
হলাম।।।।
অনেক শুভেচ্ছা কবিবর। -
কে. পাল ১৫/১১/২০১৭Valo