বৃষ্টি
পূবাল আকাশে রংধনুর ছটাক
আকাশে মেঘের লুকোচুরি
আবার তক্ষুনি কাল মেঘ
সাথে তার বৃষ্টির চোখ রাঙানি
হঠাৎ অঝোরে বৃষ্টি
ছমছম তার ছন্দ
কেন মন উদাসী হয়
আজ তারে বলতে ইচ্ছে হয়
ভালবাসি কথাটা তোমাকে উৎসর্গ
তোমাকে ছেড়ে চাই না স্বর্গ
তুমি হও বৃষ্টি,
ছন্দ তাতে কর সৃষ্টি।
আকাশে মেঘের লুকোচুরি
আবার তক্ষুনি কাল মেঘ
সাথে তার বৃষ্টির চোখ রাঙানি
হঠাৎ অঝোরে বৃষ্টি
ছমছম তার ছন্দ
কেন মন উদাসী হয়
আজ তারে বলতে ইচ্ছে হয়
ভালবাসি কথাটা তোমাকে উৎসর্গ
তোমাকে ছেড়ে চাই না স্বর্গ
তুমি হও বৃষ্টি,
ছন্দ তাতে কর সৃষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শান্ত চৌধুরী ১৫/১১/২০১৭বাহ্ চমৎকার কাব্য
-
সুজয় সরকার ১৫/১১/২০১৭আপনার সমর্পণের প্রকাশ খুব সুন্দর।তবে কয়েকটি শব্দ একটু খেয়াল করবেন-লুকোচুরি,রাঙানি,অঝোরে।আর আকাশে টা আকশে হয়ে গেছে।
-
সোলাইমান ১৫/১১/২০১৭ইতিবাচক ভাবনা ৷ভারী সুন্দর