তোমাতে
তুমি যদি নদী হতে,
আমি তবে ঢেউ হতাম।
সারাবেলা তোমার বুকে
উছাল করে বয়ে যেতাম।
যদি তুমি আকাশ হতে,
ধবল মেঘের ভেলা হতাম।
বারটি মাস তোমার বুকেই
আপন মনে ভেসে রইতাম।
একবার যদি বৃষ্টি হতে,
আমি সবুজ পাতা হতাম।
তোমার ছোঁয়ায় সতেজতা
নিজেকে আরো জাগিয়ে নিতাম।
কখনো যদি ঝর্ণা হতে,
আমি তার প্রপাত হতাম।
সব কিছু ছাড়িয়ে তোমায়
নদী করে সাগরে নিতাম।
যদি তুমি আমার হতে,
তবে আমি সিক্ত হতাম।
ভালবাসার মন কোটরে
দু'জন মিলে ঘর বাঁধিতাম
আমি তবে ঢেউ হতাম।
সারাবেলা তোমার বুকে
উছাল করে বয়ে যেতাম।
যদি তুমি আকাশ হতে,
ধবল মেঘের ভেলা হতাম।
বারটি মাস তোমার বুকেই
আপন মনে ভেসে রইতাম।
একবার যদি বৃষ্টি হতে,
আমি সবুজ পাতা হতাম।
তোমার ছোঁয়ায় সতেজতা
নিজেকে আরো জাগিয়ে নিতাম।
কখনো যদি ঝর্ণা হতে,
আমি তার প্রপাত হতাম।
সব কিছু ছাড়িয়ে তোমায়
নদী করে সাগরে নিতাম।
যদি তুমি আমার হতে,
তবে আমি সিক্ত হতাম।
ভালবাসার মন কোটরে
দু'জন মিলে ঘর বাঁধিতাম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৪/১১/২০১৭অসাধারণ কবিতা কবিবর। । ভালোবাসা
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১১/২০১৭সুন্দর আকুতি।
-
মধু মঙ্গল সিনহা ১৩/১১/২০১৭খুব সুন্দর।
-
সুজয় সরকার ১৩/১১/২০১৭ভালোবাসার কোটর কোথায় আপনি তো ভালোবাসার রাজপ্রাসাদ গড়েছেন তবে আপনার এই প্রাসাদ আরও সুন্দর হয় যদি এইগুলো একটু ঠিকঠাক করে নেন-ছোঁয়ায়,বাঁধিতাম,ঝর্ণা।
-
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭হতেম এর সাথে রইতাম মিলবন্ধনটা ছন্দের দুর্বলতা অথবা আপনার ভুল।ভুল হলে ঠিক করে নিন।তারুণ্যের মোডারেটরগণ এরকম লেখাগুলো প্রকাশ করতে চায় না।তারপরও প্রকাশ করলাম।পরবর্তীতে এই রকমটি করবেন না বলে আশা রাখি।ধন্যবাদ।