তুমি
রাখিতে চাহিয়া রাহুতে পড়িয়া
ঝড়ের সাথে গেলাম উড়িয়া
কাব্য মাঝে ছন্দ হারাইয়া
হয়েছি বিবাগি প্রেমেতে মজিয়া
আবেগে ভাসিয়া না চিনিয়া হিয়া
দিলাম ঘুড়ি তব আকাশে উড়াইয়া
ক্ষনিকের রংধনু আকাশে দেখিয়া
হারাইলাম চিত্ত ভুলেতে মজিয়া
নব সুখের আশায় চলিলা সখী
মোর আশু তুমি হও সুখী
জানি বন্ধিবে আরতী
সময় সেদিন না হবে সাথী
ঝড়ের সাথে গেলাম উড়িয়া
কাব্য মাঝে ছন্দ হারাইয়া
হয়েছি বিবাগি প্রেমেতে মজিয়া
আবেগে ভাসিয়া না চিনিয়া হিয়া
দিলাম ঘুড়ি তব আকাশে উড়াইয়া
ক্ষনিকের রংধনু আকাশে দেখিয়া
হারাইলাম চিত্ত ভুলেতে মজিয়া
নব সুখের আশায় চলিলা সখী
মোর আশু তুমি হও সুখী
জানি বন্ধিবে আরতী
সময় সেদিন না হবে সাথী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/১১/২০১৭
-
সোলাইমান ১৩/১১/২০১৭মুগ্ধ মুগ্ধ মুগ্ধ । ভালোবাসা।।
-
মধু মঙ্গল সিনহা ১৩/১১/২০১৭সুন্দর প্রেমের কবিতা।
-
কে. পাল ১৩/১১/২০১৭Bess
-
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭দারুণ ছন্দবদ্ধ
আরো ভাল হোক অতপর এগিয়ে চলুন সম্মুখপানে ।