মিটন বনিক বাবু
মিটন বনিক বাবু-এর ব্লগ
-
আজ থেকে বেশ কিছু বছর পরে
কোন জোছনা ঝরা রূপালী সন্ধ্যায়
হাতে গরম চায়ের পেয়ালায়
নরম গোলাপ দুটি ঠোটে [বিস্তারিত] -
সেদিন গিয়েছিনু নিরালায়
দূর বাতায়নে সমীক্ষায়
পূবালী বাতাস আর রূপালী জোছনা
কিংবা কলতান সাথে ঐকতান [বিস্তারিত] -
বসন্ত প্রায় শেষ হতে চলল
কিন্তু জানো নিরুপমা!
আমার বসন্ত আজো আসেনি
তুমি কি আমায় [বিস্তারিত] -
শুভ সকাল আর শুভ রাত্রি
দুটি কথাতেই পার হল দুটি দিন
কিঞ্ছিৎ ভ্রুক্ষেপও তাহাতে মানা
ফুটে উঠেছিল উদাসী তোমার ভাবখানা [বিস্তারিত] -
কান্ডারী হয়ে এসো হে প্রিয়া
কাব্যিক রস নিয়ে
আমার জীবনে নব দ্বার
উন্মেষ হোক নতুন আবেদনে [বিস্তারিত] -
নিস্তব্ধ আজি এই রাত
আকাশে উজ্জ্বল চাঁদ
কিন্তু তুমি নেই পাশে
নেই আমাতে তোমার হাত [বিস্তারিত] -
পূবাল আকাশে রংধনুর ছটাক
আকাশে মেঘের লুকোচুরি
আবার তক্ষুনি কাল মেঘ
সাথে তার বৃষ্টির চোখ রাঙানি [বিস্তারিত] -
তুমি যদি নদী হতে,
আমি তবে ঢেউ হতাম।
সারাবেলা তোমার বুকে
উছাল করে বয়ে যেতাম। [বিস্তারিত] -
রাখিতে চাহিয়া রাহুতে পড়িয়া
ঝড়ের সাথে গেলাম উড়িয়া
কাব্য মাঝে ছন্দ হারাইয়া
হয়েছি বিবাগি প্রেমেতে মজিয়া [বিস্তারিত]