বসন্ত বরণ
কোন গাছে নেই ফুল,
ফোটেনি কোন মুকুল,
প্রতিটি গাছের পাতা ধুলোবালি মাখা ।
শীতোষ্ণ বাতাসে পুড়ে চচ্চড়ে শরীর,
মুখে ঠোঁট ফাটা হাসি!
নেই কোকিলের দেখা, কুহুকুহু ডাক
চারিদিকে আছে শুধু শুন্য শুন্য রব ।
প্রকৃতিতে নেই কোন সাজ ।
তবু, বসন্ত বরণ আজ-
ক্যালেন্ডারের পাতায় ।
ফোটেনি কোন মুকুল,
প্রতিটি গাছের পাতা ধুলোবালি মাখা ।
শীতোষ্ণ বাতাসে পুড়ে চচ্চড়ে শরীর,
মুখে ঠোঁট ফাটা হাসি!
নেই কোকিলের দেখা, কুহুকুহু ডাক
চারিদিকে আছে শুধু শুন্য শুন্য রব ।
প্রকৃতিতে নেই কোন সাজ ।
তবু, বসন্ত বরণ আজ-
ক্যালেন্ডারের পাতায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৫/০২/২০১৪
পহেলা ফাল্গুনের প্রাণঢালা
শুভেচ্ছা রইল--