www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একবিংশ দিবস

সেদিন গৌধূলীলগ্নে প্ল্যাকার্ড হাতের যুবকেরা
ইসরাফিলের বাঁশিতে সুর তুলেছিল
সে সুরের মূর্ছনায় কেঁপে কেঁপে উঠেছিল বিষাক্ত বাতাস ।
বায়ুর তীব্রতা গিয়ে বিঁধেছিল পাষন্ড আত্মায়
তীব্রতার রেশ ধরে এসেছিল নারকীয়-বর্বর ঘোষণা ।
কামানের বিস্ফোরণে গুলিবিদ্ধ যুবকের বুকে
বয়েছিল রক্ত-গঙ্গা!
স্রোতের মিছিল ছিল রক্তকণিকায়!
গড়েছিল ইতিহাস ।
আর বিশ্ব দেখেছিল-
একবিংশ দিবসে লাল ধূসর আকাশ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast