www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবর্ণ সুখ

দৃষ্টির সীমানা জুড়ে যতপথ তুমি যাও হেঁটে
গুটি গুটি ধরা পা'য় ।
প্রায় আধা কিলো পথ
নিষ্পলক চক্ষুজোড়া বাঁধিত হয তোমার অস্পষ্ট শরীরে ।
পা থেকে মাথা অবধি উঠানামা করে ।
কিছুতে ফেরেনা পিছু ।
স্নায়ুবিক চাপে কাঁপে বুক!

শীতের সুর্যটা বেশ উত্তপ্ত, চঞ্চল
চোখে গড়ে সমুদ্র-পাহাড়!
তবুও সমুদ্র চোখে চেয়ে থাকি অপলক ।
কপালে হাতের ছাতা মেঘের মতন ছায়া দেয় ।
সেই ছাতা ধরেই পথের সীমারেখা পর্যন্ত
অজানা বিবর্ণ সুখে-
চেয়ে থাকি অপলক ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast