www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সঙ্গম

প্রতিরাতের বিছানা নীরবে আমাকে ডেকে যায়
কাছে ডেকে বলে, আয় ।
মন্ত্র-মুগ্ধের মতন দৌড়ে চলি আমি-
অদৃশ্য মায়ার টানে!
বিছানায় গা এলিয়ে এপাশ ওপাশ করামাত্র
বিদ্যুত্‍ গতিতে ছুটে আসে-
তোমার নগ্ন শরীর ।
মোহনীয় আলিঙ্গনে অধরে মিলাই দু'অধর
সুডৌল বক্ষের চাপে দুমড়ে মুচড়ে উঠে বুকের পাঁজর ।
জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসা রক্তকণাগুলো-
ছোপ ছোপ দাগ ফেলে বিছানার শৈল্পিক চাদরে
মৌ মৌ গন্ধে চলতে থাকে প্রশান্তির অমোঘ সঙ্গম ।
আর অবশেষে ঘটে বীর্যপাত
পরবর্তী সঙ্গম আশায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast