নববর্ষের দিনে
নববর্ষের নতুন দিনের আলো
মুছে দিয়ে যাক ভুবনের সব কাল
হানাহানি আর রক্তারক্তি কত
চলে অবিরাম বিষফোড়নের মত
ককটেল, বোমা ফাটুশ-ফুটুশ ফুটে
রাবার বুলেট আর, কত কি যে ঘটে ।
অগ্নিদগ্ধ মানুষের কান্নায়
ভারি চারিপাশ রক্তের বন্যায়
পুলিশী হামলা দেয় সতর্কবাণী
দেশ হয়ে গেছে স্বৈরাচারের খনি!
দুচোখের আগে আন্দোলিত বাতাস
রদ্ধশ্বাস সব করে হাহুতাশ
নেই সমাধান রক্ত ঝরছে বেশ
এমনি করেই দেশটা হচ্ছে শেষ
বড় সাধ আজ এই দিনটিকে ঘিরে
বেশি কিছু নয় শান্তি আসুক ফিরে ।
মুছে দিয়ে যাক ভুবনের সব কাল
হানাহানি আর রক্তারক্তি কত
চলে অবিরাম বিষফোড়নের মত
ককটেল, বোমা ফাটুশ-ফুটুশ ফুটে
রাবার বুলেট আর, কত কি যে ঘটে ।
অগ্নিদগ্ধ মানুষের কান্নায়
ভারি চারিপাশ রক্তের বন্যায়
পুলিশী হামলা দেয় সতর্কবাণী
দেশ হয়ে গেছে স্বৈরাচারের খনি!
দুচোখের আগে আন্দোলিত বাতাস
রদ্ধশ্বাস সব করে হাহুতাশ
নেই সমাধান রক্ত ঝরছে বেশ
এমনি করেই দেশটা হচ্ছে শেষ
বড় সাধ আজ এই দিনটিকে ঘিরে
বেশি কিছু নয় শান্তি আসুক ফিরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ০৩/০১/২০১৪
-
এম. গোলাম মাহমুদ শিশির ০৩/০১/২০১৪খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
-
Înšigniã Āvî ০২/০১/২০১৪নববর্ষের শুভেচ্ছা জানাই..... নিশ্চই শান্তি ফিরে আসবে
পায়রাটা শান্তির,
যাক মুছে সব প্রেতাত্মার ছাপ
দুঃখ ও ক্লান্তির।