রহস্য
কোন মাটিতে তৈরি তুমি রুপকুমারী?
ভীষণ খরা তোমার মনে বর্ষাকালে
কোনসে ছলে এই পৃথিবী করলে চুরি
কোন মায়াতে বাঁধলে ওগো তোমার কোলে?
.
দৃষ্টি তোমার সুখের গীতি দেয় বাজিয়ে
কটু কথা বুকে হানে ব্যাথার ছুরি
ইচ্ছে হলে মহাকাশে দাও উড়িয়ে
ইচ্ছে হলেই নামাও আবার বাজাও তুড়ি
.
কি আছেগো মনে তোমার একটু বল?
কোন ছলেতে বারেবারে অবাক হাস?
পায়ের নিচে ফেলে দিয়ে পিশে দল
দলানিকে কোলে তুলে ভালবাস?
.
জ্বালাও কেন একেক সময় একেক রুপে
ফেঁপে উঠে তোমার বিষে জলাভূমি
কোমল ছোঁয়ায বৃক্ষ গজাও শুন্য দ্বীপে
নিজ হাতে ফের উপড়ে ফেল কন্যা তুমি ।
ভীষণ খরা তোমার মনে বর্ষাকালে
কোনসে ছলে এই পৃথিবী করলে চুরি
কোন মায়াতে বাঁধলে ওগো তোমার কোলে?
.
দৃষ্টি তোমার সুখের গীতি দেয় বাজিয়ে
কটু কথা বুকে হানে ব্যাথার ছুরি
ইচ্ছে হলে মহাকাশে দাও উড়িয়ে
ইচ্ছে হলেই নামাও আবার বাজাও তুড়ি
.
কি আছেগো মনে তোমার একটু বল?
কোন ছলেতে বারেবারে অবাক হাস?
পায়ের নিচে ফেলে দিয়ে পিশে দল
দলানিকে কোলে তুলে ভালবাস?
.
জ্বালাও কেন একেক সময় একেক রুপে
ফেঁপে উঠে তোমার বিষে জলাভূমি
কোমল ছোঁয়ায বৃক্ষ গজাও শুন্য দ্বীপে
নিজ হাতে ফের উপড়ে ফেল কন্যা তুমি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০১/০১/২০১৪
শুভেচ্ছা