ডিজিটার দেশ
ডিজিটাল দেশে কিযে হয় আজ?
ধেয়ে ধেয়ে আসে পিছুটান লাজ ।
পরীক্ষার আগে হয় প্রশ্ন ফাঁস
হার বেড়ে যায় গড়ে ইতিহাস ।
হয়না কিছুই যারা করে চুরি
বসে বসে সব খায় গুড়-মুড়ি ।
মিথ্যা প্রলোভনে রঙ্গমঞ্চ কাঁপে
লোক দেখানোয় তনু-মন সঁপে ।
গড়ার আগেই হয় টাকা লুট
মুখ খুললেই বুকে চলে বুট ।
.
দিনরাত আঁকে ক্ষমতার ছক
জনসাধারণ যাক ঝরে যাক ।
পেটুয়া বাহিনী দিনরাত খাটে
খাটুনির ফলে লাথি-ঝাঁটা জোটে ।
সকালে-বিকালে লাশ পড়ে শুধু
স্বামীকে হারিয়ে কাঁদে নববধূ ।
এভাবে যদি চলতে থাকে হায়
মরু হবে দেশ যায় দেখা যায় ।
সেই দিন আর বেশি দূরে নাই
হায়েনারা যদি থাকে উচ্চতায় ।
ধেয়ে ধেয়ে আসে পিছুটান লাজ ।
পরীক্ষার আগে হয় প্রশ্ন ফাঁস
হার বেড়ে যায় গড়ে ইতিহাস ।
হয়না কিছুই যারা করে চুরি
বসে বসে সব খায় গুড়-মুড়ি ।
মিথ্যা প্রলোভনে রঙ্গমঞ্চ কাঁপে
লোক দেখানোয় তনু-মন সঁপে ।
গড়ার আগেই হয় টাকা লুট
মুখ খুললেই বুকে চলে বুট ।
.
দিনরাত আঁকে ক্ষমতার ছক
জনসাধারণ যাক ঝরে যাক ।
পেটুয়া বাহিনী দিনরাত খাটে
খাটুনির ফলে লাথি-ঝাঁটা জোটে ।
সকালে-বিকালে লাশ পড়ে শুধু
স্বামীকে হারিয়ে কাঁদে নববধূ ।
এভাবে যদি চলতে থাকে হায়
মরু হবে দেশ যায় দেখা যায় ।
সেই দিন আর বেশি দূরে নাই
হায়েনারা যদি থাকে উচ্চতায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।