www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীলকণ্ঠী মেয়ে

কে তুমি মেয়ে?
উদাস নয়নে
দেখ বারেবারে চেয়ে?
মনে কি তোমার
ধরেছে রং
আসে বারেবারে ধেয়ে?
.
কেন, কি কারণে
ঐ দুটি চোখে
ছড়াও মায়ার জাল?
দেখে এই মন
বিবাগী হয়ে
হারায় মুহুর্ত কাল ।
.
যাদু ভরা চোখের
নশাময় চাহনিতে
নীরবে যাও বলে,
কেন দূরে রও?
বুকেতে জড়াও
এসে ভালবাসি বলে ।
.
অধরেতে মুচকি টানে
হাসি ফুটিয়ে
বাহুবন্ধনে চাও জড়াতে,
মিষ্টি সুরের কলতানে
বিভোর মন
প্রাণটা চাই হারাতে ।
.
এলো চুলে দুলে
নীলকণ্ঠী মেয়ে
নৃত্য কর মনে,
আজি তবে কিগো
হবে ভাব
বেসুরো মোর সনে?
.
যদি তাই হয়?
এই নিরালায়
নীরবে বস পাশে,
চোখে চোখ রেখে
ক'ব কথা
আজ দুজনে ভালবেসে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast