কবিতার জন্ম
অপেক্ষার প্রহর গুণে গুণে
বিনিদ্র রজনী অতিক্রম করে
ছাইপাশ ভাবতে ভাবতে
একটি একটি করে অক্ষর মিলে
নতুন শব্দের সৃষ্টি হয় কবি মনে ।
যারা ধীরে ধীরে প্রসারিত হয়
জরায়ু প্রত্যাশী শিশ্নের ন্যায়
উগরে বেরিয়ে আসতে চাই
মস্তিষ্ক থেকে
ভিজিয়ে দিতে চাই
জরায়ু নামক কবিতার খাতা ।
যা থেকে তৈরি হয়
জমাট বাঁধা রক্তপিন্ড
আর তা পূর্ণতা পেয়ে
উন্নীত হয় নিষিক্ত ভ্রুণে
তথা ছন্ম হয় একটি কবিতার ।
বিনিদ্র রজনী অতিক্রম করে
ছাইপাশ ভাবতে ভাবতে
একটি একটি করে অক্ষর মিলে
নতুন শব্দের সৃষ্টি হয় কবি মনে ।
যারা ধীরে ধীরে প্রসারিত হয়
জরায়ু প্রত্যাশী শিশ্নের ন্যায়
উগরে বেরিয়ে আসতে চাই
মস্তিষ্ক থেকে
ভিজিয়ে দিতে চাই
জরায়ু নামক কবিতার খাতা ।
যা থেকে তৈরি হয়
জমাট বাঁধা রক্তপিন্ড
আর তা পূর্ণতা পেয়ে
উন্নীত হয় নিষিক্ত ভ্রুণে
তথা ছন্ম হয় একটি কবিতার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৩/১১/২০১৩বাহ.... খুব ভাল লাগলো ।
-
সায়েম খান ১৩/১১/২০১৩কবিতা ভাল লেগেছে, কিন্তু আরো সহজ সরল ভাষায় লিখলে সকলের জন্য বুঝতে সুবিধা হত। আমার ব্লগে দাওয়াত রইল।