www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রাণ

তুমি চলে যাবার পর
নিঃসঙ্গ মনটা
পড়ে পড়ে কাঁদে, নিরালে ।
ভাবনার সাগরে হাবুডুবু খায়
মনের অন্তরালে ।
ব্যাকুল মনের আত্নকথা
করুণ সুরে
বের হয়ে আসে কণ্ঠনালী বেয়ে ।
হয়ে উঠে কবিতার ছন্দ ।
.
আর, তা জেনে তুমি বলেছ
তোমাকে ভোলার মোক্ষম উপাদান
এটাই আমার প্রাণ ।
যার সাথে সখ্যতা গড়ে
নতুন উদ্যমে
সাজাব নব জীবন
ভুলে যাব তোমার অবদান ।
.
যে সুরেলা মায়ায়
আমি নিরবধি
লিখে যায় শত গান
জান কি তুমি? তুমিই সেই মেয়ে
যে আমার কবিতার প্রাণ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast