ওগো প্রাণ প্রিয়া
সবই কি ছিল ছলনা তোমার?
ছিলনা কোন মায়া?
হৃদয়ে আজ রক্তক্ষরণ
কেঁদে উঠে প্রাণ হিয়া ।
ওগো প্রাণ প্রিয়া ।
.
তুমি বিনা ব্যকুল এ মন
বোঝাব কি দিয়া?
স্মৃতির কামড় বড়ই করুণ
কলিজা যায় জ্বলিয়া ।
ওগো প্রাণ প্রিয়া ।
.
পিপাসিত মনটা কাঁদে
থামিয়া থামিয়া
মন অরণ্যে তপ্ত আগুন
নেভাব কি দিয়া?
ওগো প্রাণ প্রিয়া ।
.
নেই তুমি তাই হৃদয়বীনায়
সুর উঠেনা গুঞ্জনিয়া
পড়ে থাকি, তাই নিরালায়
চক্ষু মুদিয়া ।
ওগো প্রাণ প্রিয়া ।
ছিলনা কোন মায়া?
হৃদয়ে আজ রক্তক্ষরণ
কেঁদে উঠে প্রাণ হিয়া ।
ওগো প্রাণ প্রিয়া ।
.
তুমি বিনা ব্যকুল এ মন
বোঝাব কি দিয়া?
স্মৃতির কামড় বড়ই করুণ
কলিজা যায় জ্বলিয়া ।
ওগো প্রাণ প্রিয়া ।
.
পিপাসিত মনটা কাঁদে
থামিয়া থামিয়া
মন অরণ্যে তপ্ত আগুন
নেভাব কি দিয়া?
ওগো প্রাণ প্রিয়া ।
.
নেই তুমি তাই হৃদয়বীনায়
সুর উঠেনা গুঞ্জনিয়া
পড়ে থাকি, তাই নিরালায়
চক্ষু মুদিয়া ।
ওগো প্রাণ প্রিয়া ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১১/১১/২০১৩besh vhalo laglo...
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩বড়দের কবিতা। পড়েছি । ভালো লাগল।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩চমৎকার লাগলো।