বরষনে
আজি এ বরষনে
ঝিরি ঝিরি হাওয়া
. . . . . .সুর তুলে যাই মনে ।
.
ব্যাকুল এই মন
কি যেন চাই
. . . . . . . . .প্রতি ক্ষণে ক্ষণে ।
.
কোনসে প্রাণ হিল্লোলে
দুলে উঠে মন কল্লোলে
. . . . . . . . .বাদলা সমীরণে ।
.
এই আঁখিপাত
দেখে গিরিখাত
. . . . . . . .গভীর কলতানে ।
.
বারে বারে মন
দেখে নিবিড় বন
. . . . . .ভিজে যায় বরষনে ।
.
আকুল এই প্রাণে
ছন্দে আর গানে
. . . . . . . .সুর তুলে গুঞ্জনে ।
.
বেদনাবিধূর মন
যায় হারিয়ে
. . . . . . . . . থাকে নিরশনে ।
.
কুসুম ও কোমল
হৃদয়ের ধন
. . . . . . . . . হারায় প্রহসনে ।
ঝিরি ঝিরি হাওয়া
. . . . . .সুর তুলে যাই মনে ।
.
ব্যাকুল এই মন
কি যেন চাই
. . . . . . . . .প্রতি ক্ষণে ক্ষণে ।
.
কোনসে প্রাণ হিল্লোলে
দুলে উঠে মন কল্লোলে
. . . . . . . . .বাদলা সমীরণে ।
.
এই আঁখিপাত
দেখে গিরিখাত
. . . . . . . .গভীর কলতানে ।
.
বারে বারে মন
দেখে নিবিড় বন
. . . . . .ভিজে যায় বরষনে ।
.
আকুল এই প্রাণে
ছন্দে আর গানে
. . . . . . . .সুর তুলে গুঞ্জনে ।
.
বেদনাবিধূর মন
যায় হারিয়ে
. . . . . . . . . থাকে নিরশনে ।
.
কুসুম ও কোমল
হৃদয়ের ধন
. . . . . . . . . হারায় প্রহসনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১০/১১/২০১৩চমৎকার
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ০৯/১১/২০১৩খুব সুন্দর মীর ভাই দারুণ কবিতা।
-
দীপঙ্কর বেরা ০৯/১১/২০১৩বা বা! সুন্দর । মন ভরে গেল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে। একেবারে হৃদয় ছুঁইয়ে গেলো। চমৎকার শব্দের উপস্থিতি। সত্যি খুব ভালো লাগলো।