www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিলেবাসে পরকীয়া

সভ্য যুগের সভ্য মানুষ
দাবি করি মোরা
সভ্য নামের অসভ্যতা
আছে জোড়া-জোড়া ।
মাধ্যমিকের সহপাঠে
"হাজার বছর ধরে"
"পদ্মা নদীর মাঝি" আছে
উচ্চ মাধ্যমিকের তরে ।
দেওর-ভাবির প্রেম পিপাসা
চলল হাজার বছর
গোগ্রাসে তা গিলল সবাই
পড়ল না কারো নজর ।
পদ্মা পাড়ের মাঝি মশাই
পড়ল শালীর প্রেমে
বউ রেখে ভাগল দুজন
প্রবল নেয়ে-ঘেমে ।
সিলেবাসে পরকীয়া
চলছে রমরমা
বাস্তবেতে পড়লে প্রেমে
নেইতো কারো ক্ষমা ।
সিলেবাসে থাকে যদি
পরকীয়ায় ভরি
প্রেমের নেশা জাগবে মনে
যতই নিষেধ করি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একদম খাটি কথা বলেছেন শওকত ভাই। এগুলো আমরা আসলে সবসময়ই ফ্লো করি। ধন্যবাদ এমন চমৎকার কবিতার জন্য
  • সহিদুল হক ০৮/১১/২০১৩
    তোমার সঙ্গে আমি পুরোপুরি একমত।ছাত্র-বয়সের শিক্ষা ব্যাপক প্রভাব ফেলে মানব-মনের উপর।
  • মীর শওকত ০৮/১১/২০১৩
    সিলেবাস যদি দেওর-ভাবি আর দুলাভাই-শালীর প্রেম উঠে আসে তবে শিক্ষার্থীরা কি শিখবে বলুন ?
  • কি বললে ভালো হবে বুঝতে পারছি না।কেননা যখন পড়েছি তখন এই বিষয় টা নজরে আসেনি।জানি না কেন।
  • Înšigniã Āvî ০৭/১১/২০১৩
    ekdom thik bolechen
  • জহির রহমান ০৭/১১/২০১৩
    একদম ঠিক কথা বলেছেন শওকত ভাই। এইগুলো সবার নজরে এলেও কেউ কিছু বলছেনা। আর শিক্ষার্থীরা পরকীয়া শিখছে।
    অনেক বিষয়বস্তুটাকে অনেক সুন্দর আর দক্ষতার সাথে উপস্থাপন করেছেন।
    আন্তরিক শুভেচ্ছা আপনার জন্য।
 
Quantcast