সিলেবাসে পরকীয়া
সভ্য যুগের সভ্য মানুষ
দাবি করি মোরা
সভ্য নামের অসভ্যতা
আছে জোড়া-জোড়া ।
মাধ্যমিকের সহপাঠে
"হাজার বছর ধরে"
"পদ্মা নদীর মাঝি" আছে
উচ্চ মাধ্যমিকের তরে ।
দেওর-ভাবির প্রেম পিপাসা
চলল হাজার বছর
গোগ্রাসে তা গিলল সবাই
পড়ল না কারো নজর ।
পদ্মা পাড়ের মাঝি মশাই
পড়ল শালীর প্রেমে
বউ রেখে ভাগল দুজন
প্রবল নেয়ে-ঘেমে ।
সিলেবাসে পরকীয়া
চলছে রমরমা
বাস্তবেতে পড়লে প্রেমে
নেইতো কারো ক্ষমা ।
সিলেবাসে থাকে যদি
পরকীয়ায় ভরি
প্রেমের নেশা জাগবে মনে
যতই নিষেধ করি ।
দাবি করি মোরা
সভ্য নামের অসভ্যতা
আছে জোড়া-জোড়া ।
মাধ্যমিকের সহপাঠে
"হাজার বছর ধরে"
"পদ্মা নদীর মাঝি" আছে
উচ্চ মাধ্যমিকের তরে ।
দেওর-ভাবির প্রেম পিপাসা
চলল হাজার বছর
গোগ্রাসে তা গিলল সবাই
পড়ল না কারো নজর ।
পদ্মা পাড়ের মাঝি মশাই
পড়ল শালীর প্রেমে
বউ রেখে ভাগল দুজন
প্রবল নেয়ে-ঘেমে ।
সিলেবাসে পরকীয়া
চলছে রমরমা
বাস্তবেতে পড়লে প্রেমে
নেইতো কারো ক্ষমা ।
সিলেবাসে থাকে যদি
পরকীয়ায় ভরি
প্রেমের নেশা জাগবে মনে
যতই নিষেধ করি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১০/১১/২০১৩একদম খাটি কথা বলেছেন শওকত ভাই। এগুলো আমরা আসলে সবসময়ই ফ্লো করি। ধন্যবাদ এমন চমৎকার কবিতার জন্য
-
সহিদুল হক ০৮/১১/২০১৩তোমার সঙ্গে আমি পুরোপুরি একমত।ছাত্র-বয়সের শিক্ষা ব্যাপক প্রভাব ফেলে মানব-মনের উপর।
-
মীর শওকত ০৮/১১/২০১৩সিলেবাস যদি দেওর-ভাবি আর দুলাভাই-শালীর প্রেম উঠে আসে তবে শিক্ষার্থীরা কি শিখবে বলুন ?
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১১/২০১৩কি বললে ভালো হবে বুঝতে পারছি না।কেননা যখন পড়েছি তখন এই বিষয় টা নজরে আসেনি।জানি না কেন।
-
Înšigniã Āvî ০৭/১১/২০১৩ekdom thik bolechen
-
জহির রহমান ০৭/১১/২০১৩একদম ঠিক কথা বলেছেন শওকত ভাই। এইগুলো সবার নজরে এলেও কেউ কিছু বলছেনা। আর শিক্ষার্থীরা পরকীয়া শিখছে।
অনেক বিষয়বস্তুটাকে অনেক সুন্দর আর দক্ষতার সাথে উপস্থাপন করেছেন।
আন্তরিক শুভেচ্ছা আপনার জন্য।