আহ্বান
এসো হে নব যুবক,
আজি ক্রন্দিছে ধরণী
শক্ত হাতে ধরিবে হাল
. . . . . . . . . .বাইবে তরণী ।
মিছে কেন ভয়?
. . . . . . . হবেই তোমা জয়
সম্মুখ পানে দেখ চেয়ে
কত নব প্রাণ
. . . . . . . . অপেক্ষাতে রয় ।
হে নব প্রাণ,
. . . . . . . গাহ সাম্যের গান
উপাড়ি ফেলে বিষবৃক্ষ
বিমোহিত চিত্তে
. . . . . . জাগাও সুপ্ত প্রাণ ।
কত ভীরু আজ
দেয় শুধু লাজ
. . . . . তোমারি উদারতায় ।
নিশীথ ক্ষণে
শত অপমানে
. . . . . . দাঁড়ায়ে থেক ঠায় ।
যাও এগিয়ে
মৃদু বৈঠা বেয়ে
. . . . . . . . .কূলহীন তটিনী
মনে রেখ শুধু
তোমারি তরে, মাঙিছে দোয়া
. . . . . . . .শত শত ঘরণী ।
আজি ক্রন্দিছে ধরণী
শক্ত হাতে ধরিবে হাল
. . . . . . . . . .বাইবে তরণী ।
মিছে কেন ভয়?
. . . . . . . হবেই তোমা জয়
সম্মুখ পানে দেখ চেয়ে
কত নব প্রাণ
. . . . . . . . অপেক্ষাতে রয় ।
হে নব প্রাণ,
. . . . . . . গাহ সাম্যের গান
উপাড়ি ফেলে বিষবৃক্ষ
বিমোহিত চিত্তে
. . . . . . জাগাও সুপ্ত প্রাণ ।
কত ভীরু আজ
দেয় শুধু লাজ
. . . . . তোমারি উদারতায় ।
নিশীথ ক্ষণে
শত অপমানে
. . . . . . দাঁড়ায়ে থেক ঠায় ।
যাও এগিয়ে
মৃদু বৈঠা বেয়ে
. . . . . . . . .কূলহীন তটিনী
মনে রেখ শুধু
তোমারি তরে, মাঙিছে দোয়া
. . . . . . . .শত শত ঘরণী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৪/১১/২০১৩বেশ সুন্দর ll
-
সায়েম খান ০৪/১১/২০১৩চমৎকার একটি কবিতা উপহার দেয়ার জন্য কবিকে ধন্যবাদ।
-
জহির রহমান ০৪/১১/২০১৩এটা কি লিখলেন ভাই! অসাধারণ! অনেক অনেক ভালো লেগেছে কবিতাটি। ছন্দে ছন্দে দারুন মিল।
শুভকামনা কবি... -
চারু মান্নান ০৪/১১/২০১৩বাহ সুন্দর কবি,,,,,,,,,,
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১১/২০১৩অসম্ভব চমৎকার রক্ত গরম করা একটি কবিতা।আপনার কবিতা কয়েক লইইন দেখেই ফররুখ আহমেদের কবিতা "সাত সাগরের মাঝি "র কথা মনে পড়ে গেলো।ধন্যবাদ খুবই ভালো একটি কবিতা।