www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পহেলা নভেম্বর

পহেলা নভেম্বর,
এক দুঃসহ সুখের দিন,
যে দিনে তুমি এসেছিলে
সুখের বারতা নিয়ে
অবুঝ আমার মনে ।
যখন প্রকৃতি সাজতে বসেছিল
কুয়াশার চাদর গায়ে
কূঁজো বুড়ি রুপে ।
সুখের আমেজ ছড়িয়ে পড়েছিল
তনু-মনে ।
রঙ্গীন ভেলায় ভেসেছিল
উদাসী এই মন,
খুজে পেয়েছিল বাঁচার মানে ।
স্বপ্নেরা ডানা বেঁধেছিল
দুটি চোখের কোণে
অনন্তকাল ধরে একসাথে
পাড়ি দিব দুর্গম যত পথ,
কথা হয়েছিল দুজনে ।
কিন্তু! হঠাত্ করেই ভুলে গেলে সব
হারালে সুদূরে ।
বুঝলেনা এই অন্তরের দহন,
যেখানে প্রতিনিয়ত দগ্ধ হতে থাকি
নরক যন্ত্রণায় ।
তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে যায়
হৃদয়ের স্পন্দন ।
যা হবার কথা ছিলনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast