www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিখেছি তোর নাম

সমুদ্রতীরে হেঁটেছি একা
কল্পলোকে চড়ে,
খোদাই করে লিখব তোকে
মুক্তো-মণির ভীড়ে ।
মেঘের ডানায় উড়ে উড়ে
সফেদ মেঘের বুকে,
কাঁটা বিঁধে লিখব তোকে
দেখবে জগতলোকে ।
অরুণবুকে লিখতে তোকে
ছুটেছি হন্যে হয়ে,
চাঁদ-তারারা মিটিমিটি
দেখবে নুয়ে নুয়ে ।
.
হয়নি লিখা তীরে তোরে
মনে যত ভয়,
প্রবল ঢেউ-এ নামটি যদি
ক্ষয়ে ক্ষয়ে যায় ।
সফেদ মেঘের হাতটি ছেড়ে
ফিরেছি জগত মাঝারে,
নামটি যদি বজ্রপাতে
বৃষ্টি হয়ে ঝরে ।
অরুণবুকে, পদচিহৃ এঁকে
ত্যাগ করেছি তারে,
উত্তাপে তোর নামটি যেন
নাহি গলে পড়ে ।
,
হৃদয় তীরে নাও ভিড়িয়ে
লিখব ভেবেছি যেই,
যমদূতেরা পিছপা হয়ে
হারিয়ে ফেলেছে খেই ।
লিখলে তোরে হৃদয় মাঝে
ফুরাবেনা আর দম,
তাইতো যত্নে হৃদয় খাঁজে
লিখেছি তোর নাম ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
    প্রথম অংশটা খুব বেশিই ভালো লাগলো ।
    মুগ্ধ হয়ে পড়ছিলাম আর ভাবছিলাম, আপনার শব্দের কী নিখুঁত বুনন !
    বর্ণের প্রতি কী দারুণ যত্ন !

    শন্দ নিয়ে কী দারুণ খেলা ...

    পরের অংশদু'টোও বেশ...তবে প্রথম অংশটার মতো ভাব, মুগ্ধতা বজায় রাখতে পারেনি ।

    যে এতো সুন্দর করে ভাষা প্রকাশ করতে পারে, তার পক্ষে সম্ভব...আপনি আরেকবার পরের দু'টো অংশকে পড়ে দেখতে পারেন...হয়তো আরো ধারালো করতে পারবেন ।

    আমি কিন্তু মোটেও কবিতা বুঝি না তেমন করে....কিন্তু একজন নগন্য পাঠক হিসেবে আমার মতামত দিলাম ।
    এমনি করেই লিখে যান দারুণ দারুণ সব লেখা ।
    অনেক শুভেচ্ছা রইল কবির জন্যে ।।
  • হৃদয় ছুঁইয়ে গেল কবিতা টি।খুবই সুন্দর লিখেছেন।শৈল্পিক ছন্দে ঝরঝরে একটি কবিতা।শুভকামনা আপনা জন্য।
  • মীর শওকত ২৬/১০/২০১৩
    সবাইকে অনেক ধন্যবাদ
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    রেটিং দেওয়ার সিসটেম টা থাকলে ভালো হতো।
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    এক অসম্ভব ভালো লাগা কাজ করছে কবিতাটি পড়ে। হৃদয় ছোঁয়া কথা। শুভেচ্ছা হে কবি!
  • আহমাদ সাজিদ ২৫/১০/২০১৩
    খুবই ভাল। ধন্যবাদ
  • אולי כולנו טועים ২৫/১০/২০১৩
    ভীষণ রকমের ভালো লাগলো কবি।
    আন্তরিক শুভেচ্ছা রইলো ll
 
Quantcast