আজ মেঘলা রাতে
আজ মেঘলা রাতে
নিকষ কাল চারিধার
গাড় থেকে গাড় হয়ে আবছায়ার পাহাড় গড়েছে ।
অমাবশ্যাবয় সবকিছু
ঝলসে ঝলসে উঠছে
বিজলির আলোকচ্ছটায় ।
বারান্দায় দাঁড়িয়ে
নয়ন মেলে দেখি
আকাশের পানে,
মুগ্ধ চোখে দেখতে থাকি
আলো আঁধারির খেলা ।
কিন্তু বাধ সাধে
একটি দীপ্ত শিখা
যার রঙ্গিন আভায়
আলো ঠিকরে পড়ে চতুর্দিকে ।
জোজল্যমান দীপ্ত শিখার ঝলসানিতে
ঝলসে উঠে দু'চোখ ।
ঠিক তখনি চমকে উঠে ক্ষণপ্রভা
বিদীর্ণ করে, ছুটে চলে
দিগ্বিদিক ।
তবু অক্ষত সেই শিখা
জ্বলে নিরবধি
প্রিয়া তোমার মুখ ।
০৫/১০/২০১৩
নিকষ কাল চারিধার
গাড় থেকে গাড় হয়ে আবছায়ার পাহাড় গড়েছে ।
অমাবশ্যাবয় সবকিছু
ঝলসে ঝলসে উঠছে
বিজলির আলোকচ্ছটায় ।
বারান্দায় দাঁড়িয়ে
নয়ন মেলে দেখি
আকাশের পানে,
মুগ্ধ চোখে দেখতে থাকি
আলো আঁধারির খেলা ।
কিন্তু বাধ সাধে
একটি দীপ্ত শিখা
যার রঙ্গিন আভায়
আলো ঠিকরে পড়ে চতুর্দিকে ।
জোজল্যমান দীপ্ত শিখার ঝলসানিতে
ঝলসে উঠে দু'চোখ ।
ঠিক তখনি চমকে উঠে ক্ষণপ্রভা
বিদীর্ণ করে, ছুটে চলে
দিগ্বিদিক ।
তবু অক্ষত সেই শিখা
জ্বলে নিরবধি
প্রিয়া তোমার মুখ ।
০৫/১০/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১১/১০/২০১৩বাহ..
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩মীর ভাই দারুণ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩চমৎকার বর্ননা। সত্যিই ভালো লাগলো।