ভালবাসার মান
ভালবাসা সেতো কষ্ট,
সে কষ্টের সুধা পান করে
হব আমি মহীয়ান,
নিথর হয়ে যাব, তবুও
গাইব জীবনের গান ।
.
হইনা যতই পথভ্রষ্ট,
একটু একটু করে
গড়ব ফুলের উদ্যান,
অবশ হয়ে যাব, তবুও
জুড়াব মন-প্রাণ ।
.
স্বপ্ন যতই হোক নষ্ট,
ঘুমের রাজ্য জুড়ে
ভেবে যাব তোমার অবদান,
মুমূর্ষু হয়ে যাব, তবুও
রাখব ভালবাসার মান ।
সে কষ্টের সুধা পান করে
হব আমি মহীয়ান,
নিথর হয়ে যাব, তবুও
গাইব জীবনের গান ।
.
হইনা যতই পথভ্রষ্ট,
একটু একটু করে
গড়ব ফুলের উদ্যান,
অবশ হয়ে যাব, তবুও
জুড়াব মন-প্রাণ ।
.
স্বপ্ন যতই হোক নষ্ট,
ঘুমের রাজ্য জুড়ে
ভেবে যাব তোমার অবদান,
মুমূর্ষু হয়ে যাব, তবুও
রাখব ভালবাসার মান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৭/১০/২০১৩বাহ..
-
সুবীর কাস্মীর পেরেরা ০৭/১০/২০১৩চমতকার মীর ভাই
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/১০/২০১৩এমনই হওয়া চায়, কেউ যদি ভালোবাসে, সে যেন তার মান পায়। খুব চমৎকার কবিতা। ভালো লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১০/২০১৩খুব ভালো লাগলো।