www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যর্থতা

চলতে চলতে জীবনের মেঠোপথে
যখন সামনে আসে কিছু
অনাকাঙ্খিত ঝড়, আসে
অস্তিত্ব হারানোর সংকট ।
তখন আপন মনেই হারিয়ে যায়,
হারিয়ে যায় গভীর ভাবনায় ।
এলোমেলো চিন্তাগুলো আঁটিবেঁধে
সমষ্টিগত করতে মন চায় ।
যার বদৌলতে খেয়া তরিটি
ভেড়ানো যায় শান-বাঁধানো ঘাটে ।
অতঃপর.......... ।
অতঃপর, সেই সিঁড়ি বেয়ে
উপরে উঠার পালা ।
কিন্তু আফসোস উপরে উঠা হয়না
ধোঁয়াশা বাতাসের প্রলয় নাচনে
গুড়িয়ে যায় সবকিছু ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast