খোদার দৃষ্টি
কারিগরের অপার কৃপায়
হয়েছি মোরা সৃষ্টি,
হুকুম তামিল করব যেন
পায় খোদার দৃষ্টি ।
.
সঠিক পথে চলব মোরা
বর্জন করব বিপথ,
মানবতায় বিলিয়ে দেব
এইতো মোদের শপথ ।
.
ইবাদাতে থাকব মশগুল
সারাজীবন ভর,
সবারে বাসিব ভাল
কেউতো নাহি পর ।
.
অসত্ পথে নিষেধ আর
সত্-এ উপদেশ,
খোদার দৃষ্টি নিয়ে
জীবন কাটাব বেশ ।
[২৯-০৭-২০১৩]
[10.33PM]
হয়েছি মোরা সৃষ্টি,
হুকুম তামিল করব যেন
পায় খোদার দৃষ্টি ।
.
সঠিক পথে চলব মোরা
বর্জন করব বিপথ,
মানবতায় বিলিয়ে দেব
এইতো মোদের শপথ ।
.
ইবাদাতে থাকব মশগুল
সারাজীবন ভর,
সবারে বাসিব ভাল
কেউতো নাহি পর ।
.
অসত্ পথে নিষেধ আর
সত্-এ উপদেশ,
খোদার দৃষ্টি নিয়ে
জীবন কাটাব বেশ ।
[২৯-০৭-২০১৩]
[10.33PM]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩খুব ভালো লেগেছে কবিতার বিষয়
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩অসাধারণ
-
মীর শওকত ০২/১০/২০১৩রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩বিষয়টা দারুণ বলব কিন্তু পাঠক প্রিয় হতে আরো কিছু ঘষামাজা দরকার