ভাবনা
সারা দিনের ক্লান্তি শেষে রাত্রি যখন আসে
অনেকগুলো ভাবনা তখন চোখের সামনে ভাসে,
অনেক কিছু ভাবি তখন বড় হবার শখে
ভাবতে ভাবতে কখন যেন ঘুম এসে যায় চোখে ।
.
কখনও কখনও গভীর রাতে ঘুম যখন ভেংগে যায়
ভাবনার সেই কথাগুলো তখন মনে পড়ে যায়,
আবার ভাবি মনে মনে পাইনা তবু শান্ত্বনা
এভাবে ভেবে কেউকি কখনও পেয়েছে সুখের ঠিকানা?
.
ভেবে ভেবে কাজ হবেনা হবে চেষ্টা করতে
তবেই তো খ্যাতি পাব এইনা পৃথিবীতে ।
. . . . . . . .
[30-04-2009]
অনেকগুলো ভাবনা তখন চোখের সামনে ভাসে,
অনেক কিছু ভাবি তখন বড় হবার শখে
ভাবতে ভাবতে কখন যেন ঘুম এসে যায় চোখে ।
.
কখনও কখনও গভীর রাতে ঘুম যখন ভেংগে যায়
ভাবনার সেই কথাগুলো তখন মনে পড়ে যায়,
আবার ভাবি মনে মনে পাইনা তবু শান্ত্বনা
এভাবে ভেবে কেউকি কখনও পেয়েছে সুখের ঠিকানা?
.
ভেবে ভেবে কাজ হবেনা হবে চেষ্টা করতে
তবেই তো খ্যাতি পাব এইনা পৃথিবীতে ।
. . . . . . . .
[30-04-2009]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর শওকত ৩০/০৯/২০১৩ধন্যবাদ ভাই
-
মীর শওকত ৩০/০৯/২০১৩খুব খুশি হলাম
-
মীর শওকত ৩০/০৯/২০১৩ধন্যবাদ অভি ভাই
-
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩চরণে চরণে মেল বন্ধন, ভালো লাগলো
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩ভবিষ্যতের ভাবনা ভাবা জ্ঞানীর কাজ জানি
ভাবনা আগে কাজটা পরে করে সব বিজ্ঞানী
কবিতায় মীমাংসার স্বাদ পেয়েছি খুব ভালো