অণু কবিতা - অপরাহ্ন
পড়ন্ত অপরাহ্নে উড়ন্ত পৃথ্বী
যেন কবেকার ফুটন্ত ছবি
ভানুর প্রতিবিম্ব বহু রঙে ব্যাপ্তি
হরিদ্রা বর্ণে সজ্জিত ধরিত্রী
গগনতলে বিহগ উড়িল ঝাঁকে
বৈকালে মৃদু পবন বয়ে যায়
অনুদ্ধত সব মোর তনু মন
হেরিয়া পুলকে ভরিল মনঃ মাঝে
সুধা পানে নয় পিয়াস
এ হেরা হৃদ মাঝে রহিবে দীঘল দিবস।
যেন কবেকার ফুটন্ত ছবি
ভানুর প্রতিবিম্ব বহু রঙে ব্যাপ্তি
হরিদ্রা বর্ণে সজ্জিত ধরিত্রী
গগনতলে বিহগ উড়িল ঝাঁকে
বৈকালে মৃদু পবন বয়ে যায়
অনুদ্ধত সব মোর তনু মন
হেরিয়া পুলকে ভরিল মনঃ মাঝে
সুধা পানে নয় পিয়াস
এ হেরা হৃদ মাঝে রহিবে দীঘল দিবস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ২১/১২/২০১৮চমৎকার
-
সফিউল্লাহ আনসারী ১৪/০৮/২০১৮ভালোবাসা কবি
শুভেচ্ছা..... -
সাইদ খোকন নাজিরী ১৪/০৮/২০১৮কবিতাতো নয় যেন অফুরন্ত ঢেউ
এমন লেখা আগে দেখেনিতো কেউ! -
মধু মঙ্গল সিনহা ১৪/০৮/২০১৮সুন্দর হয়েছে।শুভকামনা রইল।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৮/২০১৮ভালো।