উপমা
উপমা!
হয়তো একদা কল্লোলিনীর প্রবাহ-
রুদ্ধ হয়ে ভাটায় পরিণত হবে,
পরন্তু মোর প্রণয় হইবার জো নয়
মোর প্রণয় রবে চির দিবস।
উপমা!
তব প্রণয়কে রংধনু দিয়ে সাজাবো
সাথে থাকবে নক্ষত্রের পুষ্প
এবং মায়াবী শশীর কান্তি।
উপমা!
পুষ্প কাননে সহস্র পুষ্পের
সুবাস থেকে তুমি ভিন্ন সুবাস
বিচ্ছুরণ কর প্রিয় উপমা।
উপমা!
ধরণির আলো পবন থাকে নিরবতা
আমি থাকি তব সুবাসে ব্যাকুলতা
ভালোবেসে তোমায় চাহি নিত্যবেলা।
উপমা!
বিলের ধারে কাশ থাকে-
কাশে রহে সফেদ মায়া
তব মাঝে আমি থাকবো
নাহি রবে কোনো অনাতপ।
উপমা!
হেরিব তোমায় আলো হাসে
তোমার বর্ণে কানন সাজে-
আমি রহি তারই মাঝে
উপমা তুমি শুধু মম উপমা
হয়তো একদা কল্লোলিনীর প্রবাহ-
রুদ্ধ হয়ে ভাটায় পরিণত হবে,
পরন্তু মোর প্রণয় হইবার জো নয়
মোর প্রণয় রবে চির দিবস।
উপমা!
তব প্রণয়কে রংধনু দিয়ে সাজাবো
সাথে থাকবে নক্ষত্রের পুষ্প
এবং মায়াবী শশীর কান্তি।
উপমা!
পুষ্প কাননে সহস্র পুষ্পের
সুবাস থেকে তুমি ভিন্ন সুবাস
বিচ্ছুরণ কর প্রিয় উপমা।
উপমা!
ধরণির আলো পবন থাকে নিরবতা
আমি থাকি তব সুবাসে ব্যাকুলতা
ভালোবেসে তোমায় চাহি নিত্যবেলা।
উপমা!
বিলের ধারে কাশ থাকে-
কাশে রহে সফেদ মায়া
তব মাঝে আমি থাকবো
নাহি রবে কোনো অনাতপ।
উপমা!
হেরিব তোমায় আলো হাসে
তোমার বর্ণে কানন সাজে-
আমি রহি তারই মাঝে
উপমা তুমি শুধু মম উপমা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৫/০৩/২০১৮বেশ ভাল লাগলো।
-
সাঁঝের তারা ১৪/০৩/২০১৮অপূর্ব উপমা ...
-
Abheek ১৪/০৩/২০১৮দারুণ....
-
পলাশ ১৪/০৩/২০১৮ভালো লাগলো