রমনীয় ধরণী
আমার অন্তঃকরনের স্নিগ্ধ কোনে
রহিল যে আঁকা,
এই রমনীয় ধরণীর প্রতিচ্ছায়া।
নয়ন যুগলে ভেসে উঠে দিগঞ্চলের রুপ,
শ্যামল আর অরণ্য লতা।
সবুজ তৃণের মমতা খানি
শিশির ভেজা কমল-কানন,
প্রসূনে প্রসূনে বিন্যস্ত সবি-
একক রঞ্জিত নিকুঞ্জ।
নীল নভেঃ ফুটিছে নক্ষত্র রবি শশী
হিমাদ্রির পিঞ্জরে ঝরিছে ঝর্ণারীতি।
সোনালি আভায় রঙিন হয়ে-
ফুটিল এই রমনীয় ধরণী।
রহিল যে আঁকা,
এই রমনীয় ধরণীর প্রতিচ্ছায়া।
নয়ন যুগলে ভেসে উঠে দিগঞ্চলের রুপ,
শ্যামল আর অরণ্য লতা।
সবুজ তৃণের মমতা খানি
শিশির ভেজা কমল-কানন,
প্রসূনে প্রসূনে বিন্যস্ত সবি-
একক রঞ্জিত নিকুঞ্জ।
নীল নভেঃ ফুটিছে নক্ষত্র রবি শশী
হিমাদ্রির পিঞ্জরে ঝরিছে ঝর্ণারীতি।
সোনালি আভায় রঙিন হয়ে-
ফুটিল এই রমনীয় ধরণী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিটন বনিক বাবু ১৮/১১/২০১৭সুন্দর
-
মেহেদী হাসান (নয়ন) ১৮/১১/২০১৭অনেক ভাল লাগল...।
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ১৮/১১/২০১৭বাংলা শেখার অনেক বাকি আছে আমার বুঝলাম। শুভেচ্ছা রইল
-
মনোবর ১৮/১১/২০১৭বিন্যস্ত সবি----এটা বোধ্হয় বিন্যস্ত সবই করা উচিত।
ভালই। -
সোলাইমান ১৮/১১/২০১৭দারুণ ।শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বন্ধু ।ভালো থাকবেন ।
-
সুজয় সরকার ১৮/১১/২০১৭ভালো
-
সজীব জমশের হাসান ১৮/১১/২০১৭দারুণ রসনাময় পৃথিবী আপনার।
-
কামরুজ্জামান সাদ ১৮/১১/২০১৭সুন্দর লিখেছেন