আমি ডাকি তারে
আমি ডাকি তারে-
সে বারে বারে ফিরে চাহে মোর পানে।
ঈষৎ হাসে নবীন আসে প্রণয়,
আমি চমকিত অবাক ডাকে।
জোছনা রাতের নক্ষত্র দেখে-
অকস্মাৎ তোমায় ভেবে আলো হেরি।
আমার তরে তোমায় ভাবি-
দেখবো তোমায় নিত্যদিন।
সারাবেলা তব সঙ্গ পানে-
কাটবে আমার জীবদ্দশা।
সে বারে বারে ফিরে চাহে মোর পানে।
ঈষৎ হাসে নবীন আসে প্রণয়,
আমি চমকিত অবাক ডাকে।
জোছনা রাতের নক্ষত্র দেখে-
অকস্মাৎ তোমায় ভেবে আলো হেরি।
আমার তরে তোমায় ভাবি-
দেখবো তোমায় নিত্যদিন।
সারাবেলা তব সঙ্গ পানে-
কাটবে আমার জীবদ্দশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন আই পারভেজ ২৯/১২/২০১৭অপূর্ব।
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ১৮/১১/২০১৭ভালো
-
সুজয় সরকার ১৮/১১/২০১৭ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১১/২০১৭ভালো।