বিরহ
কি, হর্ষে কেটেছিল দিবা
কোথাও ছিল নাহি ক্লেশ।
মোরা চিন্ত্য করিনু
বাঁধিব সুখের আলয়,
দৈবাৎ কোথা হইতে আসিল বিষাদ।
অকস্মাৎ বজ্র শিখা আসিয়া,
তোমা হইতে আমাতে করিল দূর পথ।
এই হিয়ায় প্রভূত বেদনা,
তুমি যদ্যপি জানিতে।
তাহা হইলে বুঝিতে-
কি, বিরহে কাটাইনু অহর্নিশ।
তব মম হইবে নাহি কদাপি মিলন,
হইবে নাহি কাদাচ নিরীক্ষণ,
যদ্যপি পার ভ্রমি যেয়ো-
করিও না মোরে স্মরণ।
যেথা রবে স্বচ্ছন্দে থাকিয়ো-
ইহাই মোর অভিলাষ।
কোথাও ছিল নাহি ক্লেশ।
মোরা চিন্ত্য করিনু
বাঁধিব সুখের আলয়,
দৈবাৎ কোথা হইতে আসিল বিষাদ।
অকস্মাৎ বজ্র শিখা আসিয়া,
তোমা হইতে আমাতে করিল দূর পথ।
এই হিয়ায় প্রভূত বেদনা,
তুমি যদ্যপি জানিতে।
তাহা হইলে বুঝিতে-
কি, বিরহে কাটাইনু অহর্নিশ।
তব মম হইবে নাহি কদাপি মিলন,
হইবে নাহি কাদাচ নিরীক্ষণ,
যদ্যপি পার ভ্রমি যেয়ো-
করিও না মোরে স্মরণ।
যেথা রবে স্বচ্ছন্দে থাকিয়ো-
ইহাই মোর অভিলাষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৬/১১/২০১৭সুন্দর উপস্থাপনা
-
সাঁঝের তারা ২৫/১১/২০১৭অনন্য
-
সোলাইমান ২৫/১১/২০১৭এখনো মান্ধাতা প্রথা,
সাধারন একটি কাব্যে লিখে গেলেন।
এই মানবতার কবিতা পাঠ করে দারুন মুগ্ধ হলাম। -
কে. পাল ২৫/১১/২০১৭বেশ
-
সুকান্ত ঘোষ ২৪/১১/২০১৭বেশ
-
সুজয় সরকার ২৪/১১/২০১৭ভালো
-
আব্দুল হক ২৪/১১/২০১৭বেশ ভালো লিখা!