www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীলাঞ্জনা

নীলাঞ্জনা
__________________

ভাগীরথীর উৎস হতে আনা
একটা স্বপ্ন , দাবানলরূপী ;
আজ সেই লেলিহান শিখায়
একটু একটু করে পুড়ে
নিশ্চিহ্ন হওয়ার অঙ্গীকার ।
তুমি সেই অশ্রুসিক্ত রাত :
নিঝুম আকাশ,নিঃসঙ্গ মন-
টিনের চালে অবাধ বৃষ্টিপাত ।
জটিলতর ক্যালকুলাসের ভার:
কাগজ-কলম,তীব্র অনিচ্ছা-
আর শঙ্খচূড়ের বিষাক্ত শ্বাস;
আজ ভর-শক্তির তুল্যতাতে
বিকিরণের উষ্ণ খেলার মতো।
দশেরায় রাবণ বধের শেষে
পরিশিষ্ট ম্যাগনেশিয়াম ছাই
ঠিক যেন সেই মুক্তকেশের জাল।
সংকোচন আর প্রসারণের
ছন্দবদ্ধতা আজ কর্তব্যবিমূঢ়
আবার যদি সময় থাকে হাতে-
কৃষ্ণচূড়ার আবেগমাখা ডাকে
তোমায় নিয়ে স্বপ্ন খুঁজতে যাব;
নীল-জল ঐ ভাগীরথীর তীরে ।

-----------------------------------------
           শুভদীপ চক্রবর্তী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হৃদয় জুড়াল
  • বাহ বাহ।।।সুন্দর
 
Quantcast