www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনসূয়া

অনসূয়া
__________________________________

আমাকে খুঁজতে তোমায় জঙ্গলে যেতে হবে না আর-
লিখতে হবে না ডায়েরির কোণে পরিচিত নাম;
তুমি নাহয় সন্ন্যাসিনী বেশে শ্মশানঘাটে গিয়ে
একের পর এক আগুন জ্বলতে দেখো।
শেষ দেহটির অঙ্গার হতে কিছু উচ্ছৃঙ্খল ছাই
তোমার মুখে থিতিয়ে পরার থেকেই জন্ম নেবে
হাজার হাজার অতীন্দ্রিয় ভাষা, অহংকারী বুলি।
একফোঁটা জল চোখের গভীরতার হিসেব নিয়ে
যোগ দেবে যেই অনেক দূরের বাষ্পীভবন দলে,
চেয়ে দেখো শুধু কুজ্ঝটিকাই সেথা ---
একরাশ অন্ধকারের নীচে তলিয়ে যাবে তুমি-
শুনবে তখন চারিদিকে শুধু ব্যর্থতারই গান .....
তোমার উচ্চাভিলাষ স্বপ্নগুলো শ্রাবণ মেঘের
পরিত্যক্ত আশায় হারিয়ে যেতেই স্পর্শ পাবে মোর-
ছাইয়ের ঐ আস্তরণের মাঝেই মাথা তুলবো আমি...
আমাকে খুঁজতে তোমায় জঙ্গলে যেতে হবে না আর।
__________________________
- শুভদীপ চক্রবর্তী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গভীর ভাবনার বহিঃপ্রকাশ।
  • ভালোবাসা রেখে গেলাম
  • কবিতার রাজ্যে স্বাগতম
    শুভ বাবু.....................
  • অরন্য রানা ১২/১০/২০১৮
    বাহ বাহ দারুন
 
Quantcast