ভ্রূণাক্ষি
ভ্রূণাক্ষি
_______________________
ধোঁয়া...আরও গভীরতর রাতে নিঃশব্দে
জমায়েত হয় জানালার ফাঁকে....প্রশ্ন রূপে!
লক্ষ বছর আগে কাচের গেলাস ভাঙা আর
উচ্ছিষ্ট অ্যালকোহলের দাবি কাঠগড়ায় নিয়ে
আজও মামলা চলে---জেহাদ চলে..স্বপ্ন ভাঙে।
গ্যাসবাতিও সাক্ষ্য দেবে বলে এসেছিল .......
এসেছিল ধারাবাহিকতার নগ্ন দেহ ঢাকতে -
এসেছিল নতুন যুগে হাত মেলাবে বলে..... ।
দিন দিন মৃত্যুফাঁদ...গণিকার ইশারার মতো
কামুক করে ধর্মীয় সীমা...ধার্মিক জাদুকর -
ধীরে ধীরে কঠিন ...তরল.....গ্যাস...............
ধীরে ধীরে ধোঁয়ার মতো উচ্চাকাঙ্ক্ষী ভার--
ধীরে ধীরে ঘনীভবনের সুরে বেড়ে ওঠা ....
কালের কোলে সমাদৃত প্রাচীনতম ভাষা-
ভ্রূণাক্ষি সে.....অঙ্কুরিত...বহ্নিশিখার মতো।
_______________________
-- শুভদীপ চক্রবর্তী
_______________________
ধোঁয়া...আরও গভীরতর রাতে নিঃশব্দে
জমায়েত হয় জানালার ফাঁকে....প্রশ্ন রূপে!
লক্ষ বছর আগে কাচের গেলাস ভাঙা আর
উচ্ছিষ্ট অ্যালকোহলের দাবি কাঠগড়ায় নিয়ে
আজও মামলা চলে---জেহাদ চলে..স্বপ্ন ভাঙে।
গ্যাসবাতিও সাক্ষ্য দেবে বলে এসেছিল .......
এসেছিল ধারাবাহিকতার নগ্ন দেহ ঢাকতে -
এসেছিল নতুন যুগে হাত মেলাবে বলে..... ।
দিন দিন মৃত্যুফাঁদ...গণিকার ইশারার মতো
কামুক করে ধর্মীয় সীমা...ধার্মিক জাদুকর -
ধীরে ধীরে কঠিন ...তরল.....গ্যাস...............
ধীরে ধীরে ধোঁয়ার মতো উচ্চাকাঙ্ক্ষী ভার--
ধীরে ধীরে ঘনীভবনের সুরে বেড়ে ওঠা ....
কালের কোলে সমাদৃত প্রাচীনতম ভাষা-
ভ্রূণাক্ষি সে.....অঙ্কুরিত...বহ্নিশিখার মতো।
_______________________
-- শুভদীপ চক্রবর্তী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১০/২০১৮ভালো লাগলো।
-
শুভদীপ চক্রবর্তী ০৮/১০/২০১৮অসংখ্য ধন্যবাদ।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/১০/২০১৮ভালোবাসা নিবেন। আপনার লেখা সুন্দর
-
কে. পাল ০৮/১০/২০১৮Bess