www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের সঞ্ছয়িতা

যখনি এই ধরনিতলে সূর্য ছড়াবে আলো,
যখনি এই দেশমাতাকে বাসবে সবাই ভালো ।
.তখনি আমার স্মৃতি খুঁজে পাবে

সূর্যের আলো হয়ে আমি দেখব এই পৃথিবীর সৌন্দর্য
,প্রস্ফুটিত গোলাপ হয়ে আমি ছড়াবো স্বপ্ন সুখের ঔদার্য

যখন কোনো নিস্পাপ শিশুর কান্না ব্যথিত করবে স্নেহময়ী মাকে আমি আদর হয়ে হাসি ঝরাবো শাড়ির প্রতি ভাজে

আমি স্বপ্ন হব ,
লাবন্য ছড়াবো কিশোরীর চঞ্চল অপূর্ব মুখে ...
আমি রত্ন হব,
ভরসা হয়ে রব কৃষকের ছুট্ট মাটির ঘরে .
যখন কারো মনে উকি দিবে এক চিলতে হাসি
অচেনা কোনো কন্ঠে আমি বলে উঠব ভালবাসি,ভালবাসি

কখনো যদি আমায় ভেবে এতটুকু আকুল হয় কারো মন,
তীব্র আলোয় ঝলকে উঠবে আলোর সেই ভুবন।
কখনো যদি আমার কোনো ভুল ,
তোমাদের মনের কালিমা হয়ে ঝরে পরে কোনখানে,
আমি কুড়িয়ে নেব তা

ভাববো এ আমার পুরো জীবনের সঞ্ছয়িতা ,
তোমাদের সবার মনে,সকল অনুরাগে,
অদৃশ্য হয়ে রব আমি সদা উচ্ছল প্রানে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খাঁটি কবি । অসাধারন লেগেছে।
  • সায়েম খান ১১/১১/২০১৩
    সত্যিই চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। ভাল লাগলো। সেইসাথে আমার ব্লগে দাওয়াত রইলো।
  • চমৎকার ভাবনা র অসাধারণ বহিঃপ্রকাশ। ভালো লাগলো।
  • মারজানা মৌরি ১০/১১/২০১৩
    অসাধারন একটি কবিতা।
 
Quantcast