আঁধারের সেই উপাক্ষান
কিছুটা গল্পের মত ,কিছুটা স্বপ্নেরমত...
চোখের জলে শুরু হয়েছিল সেই উপাখ্যান
ভোরের স্নিগ্ধ আলোয় চিকচিকে নদীর জলে ভেসে যাই।
একাকী ভেলার মত,,অন্তহীন সেই পথচলা .
খুব গভীরে আটকে থাকা কিছু কষ্ট দিয়ে বৈঠা বেয়ে চলেছি।
ছোটএকা সেই ভেলা আমার
তবু বৈঠার কোনো অভাব নেই সেখানে
বড় ,ছোট।মাঝারি অনেকগুলো,
কয়েকটা এত ভারী যে জীর্ণ হাতে সেই বৈঠা বেয়ে চলার সাধ্য নেই আমার.,
ভয়ানক দুস্সহ কষ্টগুলোকে কেন ভুলতে পারিনা,
পুরনো নতুন মিলিয়ে বেচে থাকার জন্য কোনো আক্ষেপ নেই
আজ শুধু এটুকু জানি ,
এই জল ,নদী সব আমার,
বৈঠাগুলু ভারী হোক ,তবুও তার মালিক তো আমি
টলতে থাকা জলে নিজের প্রতিচ্ছবি দেখে অবাক হই
খুব অপরিচিত মনে হলেও,,সেটাও আমারি .........
চোখের জলে শুরু হয়েছিল সেই উপাখ্যান
ভোরের স্নিগ্ধ আলোয় চিকচিকে নদীর জলে ভেসে যাই।
একাকী ভেলার মত,,অন্তহীন সেই পথচলা .
খুব গভীরে আটকে থাকা কিছু কষ্ট দিয়ে বৈঠা বেয়ে চলেছি।
ছোটএকা সেই ভেলা আমার
তবু বৈঠার কোনো অভাব নেই সেখানে
বড় ,ছোট।মাঝারি অনেকগুলো,
কয়েকটা এত ভারী যে জীর্ণ হাতে সেই বৈঠা বেয়ে চলার সাধ্য নেই আমার.,
ভয়ানক দুস্সহ কষ্টগুলোকে কেন ভুলতে পারিনা,
পুরনো নতুন মিলিয়ে বেচে থাকার জন্য কোনো আক্ষেপ নেই
আজ শুধু এটুকু জানি ,
এই জল ,নদী সব আমার,
বৈঠাগুলু ভারী হোক ,তবুও তার মালিক তো আমি
টলতে থাকা জলে নিজের প্রতিচ্ছবি দেখে অবাক হই
খুব অপরিচিত মনে হলেও,,সেটাও আমারি .........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মহিউদ্দিন হেলাল ০৬/১১/২০১৩দারুণ উপস্থাপনা!
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৬/১১/২০১৩খুব ভালো হয়েছে কবিতাটি, অন্তর্নিহিত অর্থটা ও স্বার্বজনীন। এক কথায় অসাধারন।
-
Înšigniã Āvî ০৬/১১/২০১৩valo laaglo,
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১১/২০১৩ভালো লাগলো।