উপসংহার
গোধুলির আলো ম্লান হয়ে জায়, আবছা আলোয় ভাসে
জীবন তরি দুকূল হারায় ভাগ্য অটট হাসে।
কণ্টক পথে হেঁটে যাওয়া যে শপ্নের আহবানে
দিপ্ত কনঠে গেয়ে ওঠা যে উদ্দিপনার তালে,
চোখেরকোনে বয়ে যাওয়া জল রুধতে পারেনি যে উচ্চাস
সেই পথিক আজ দিকভ্রস্ত
পরিস্রান্ত
নিজের সবটুকু ভালবাশা দিএ রছনা করতে চেয়েছিল শপ্নের উপাক্ষান
অস্রুজলে ভিজে তা আজ শুধু জীর্ণ পাতার তান
ঝাপশা চোখে আজ আর কোন শপ্ন নোঁর
নেই এগিয়ে যাওয়ার গান,,,
সামনে শুধু সিমাহিন শুন্যতা
আর হেরে যাওয়ার হাহাকার
অপেক্ষা সুধু দুর্বল আঙ্গুলে লিখে যাওয়া
শপ্নের উপসং হার
জীবন তরি দুকূল হারায় ভাগ্য অটট হাসে।
কণ্টক পথে হেঁটে যাওয়া যে শপ্নের আহবানে
দিপ্ত কনঠে গেয়ে ওঠা যে উদ্দিপনার তালে,
চোখেরকোনে বয়ে যাওয়া জল রুধতে পারেনি যে উচ্চাস
সেই পথিক আজ দিকভ্রস্ত
পরিস্রান্ত
নিজের সবটুকু ভালবাশা দিএ রছনা করতে চেয়েছিল শপ্নের উপাক্ষান
অস্রুজলে ভিজে তা আজ শুধু জীর্ণ পাতার তান
ঝাপশা চোখে আজ আর কোন শপ্ন নোঁর
নেই এগিয়ে যাওয়ার গান,,,
সামনে শুধু সিমাহিন শুন্যতা
আর হেরে যাওয়ার হাহাকার
অপেক্ষা সুধু দুর্বল আঙ্গুলে লিখে যাওয়া
শপ্নের উপসং হার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মারজানা মৌরি ০৪/১১/২০১৩সুন্দর
-
সায়েম খান ০৪/১১/২০১৩কবিতা পছন্দ হয়েছে। আগামীতে বানানগুলোও শুদ্ধ হবে আশাকরি।
-
মনজুর কাদের ০২/১১/২০১৩কবি ভালো হয়েছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১১/২০১৩চমৎকার লেখনী।সুন্দর শব্দের সমারোহ।ভালো লেগেছে।সহমত শওকত ভাই।
-
মীর শওকত ০২/১১/২০১৩খুব সুন্দর লিখেছেন আপু।বানানে প্রচুর সমস্যা আছে । আশাকরি শুধরে নেবেন ।
-
জুবায়ের চৌধুরী ০১/১১/২০১৩স্বাগতসম্ভাষণ জানাই।।।।।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০১/১১/২০১৩স্বপ্ন সবসময় ধরা দেয়না। ব্যর্থতাকে ধরে বসে নাথেকে সামনে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এতে হতাশ হওয়ার কিছু নাই। তারুণ্য ব্লগে স্বাগতম। অভ্র একটু ভালভাবে প্রেক্টিস করলে বানান ঠিক হয়ে যাবে এদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। লেখা অসাধারন হয়েছে।