প্রশ্ন
আমতলা না জামতলা
কোথায় পরীর ঘর ?
কোথায় ঘুমায় আমার পরী ?
কোথায় পরীর বর ?
কোথায় গেলে পাব আমি
পরীর ভালোবাসা,
কোথায় আমার স্বপ্ন থাকে
কোথায় আমার আশা?
কোথায় পরীর মনের খেয়া
চলে হেলে দুলে,
কখন আমার ত্রপ্ত মাথা
রাখবো পরীর কোলে ?
এমন শত চিন্তা আমায়
দিচ্ছে শুধু হানা,
কী করবো ওগো পরী,
উত্তর আছে জানা???
কোথায় পরীর ঘর ?
কোথায় ঘুমায় আমার পরী ?
কোথায় পরীর বর ?
কোথায় গেলে পাব আমি
পরীর ভালোবাসা,
কোথায় আমার স্বপ্ন থাকে
কোথায় আমার আশা?
কোথায় পরীর মনের খেয়া
চলে হেলে দুলে,
কখন আমার ত্রপ্ত মাথা
রাখবো পরীর কোলে ?
এমন শত চিন্তা আমায়
দিচ্ছে শুধু হানা,
কী করবো ওগো পরী,
উত্তর আছে জানা???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলী একান্ত ১২/১২/২০১৫ভাল !
-
সীমা সান্যাল ১১/১২/২০১৫খুব সুন্দর ছন্দময় কবিতা।
-
দেবব্রত সান্যাল ৩০/১১/২০১৫মার্জনা করবেন , কবিতাটি খুব অপটু হাতে লেখা। ত্রপ্ত > তপ্ত।